মােদির জন্যই করােনার বাড়বাড়ন্ত: রাহুল গান্ধি

রাহুল গান্ধি (ছবিঃএসএনএস)

মারণ ভাইরাস করােনার প্রথম টেডকেউ অচি করতে পারেনি। তবে দ্বিতীয় ঢেউয়ের এত বাড়বাড়ন্ত এর ডানা দায়ী প্রধানমন্ত্রী। কেননা দায়িত্ব পালনে ব্যর্থ তিনি। ঠিক এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে আক্রমণ শানালেন কেরলের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি।

তিনি শুক্রবার এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীকে ইভেন্ট ম্যানেজার হিসাবে তিক উপমা দেন। দেশের কঠিন পরিস্থিতিতে একজন দক্ষ প্রশাসক চায়। নাটকবাজ প্রধানমন্ত্রী চায় না বলে দাবি রাহুলের । এই মুহুর্তে সারা দেশে মাত্র ৩০ % টিকারণ হয়েছে।

বাকি ৯৭ % দেশবাসী মারণ ভাইরাস করোনার সংক্রমণের আশংকায় রয়েছে। তাই প্রধানমন্ত্রীর গণটিকাকরণ কর্মসূচি বাস্তবের সাথে মিল নেই বলে অভিযােগ করেন রাহুল গান্ধি। যদিও বিজেপির তরফে কেন্দ্রীয় মন্ত্রী।


প্রকাশ জাভড়েকর কংগ্রেস সাংসদের অভিযােগগুলিকে মান্যতা দেননি। করােনা আবহে এই ধরনের সমালােচনা করা ঠিক নয় বলে জানিয়েছেন এই বিজেপি নেতা।