• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

৫ মাস পর তপ্ত বেঙ্গালুরুর তৃষ্ণা মেটাল বৃষ্টি

বেঙ্গালুরু, ২০ এপ্রিল– প্রায় ৫ মাস অসহ্য গরমের দাবদাহ কাটিয়ে অবশেষে বৃষ্টির মুখ দেখল বেঙ্গালুরু৷ এই গরমে মারাত্মক জলকষ্ট শুরু হয়েছিল গোটা সিলিকন ভ্যালি জুড়ে৷ সেই পরিস্থিতির আপাতত ইতি ঘটল৷ আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর বৃষ্টি নামে কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে৷ তাতে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে কিছু কিছু এলাকায়৷ শনিবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ শুধু

বেঙ্গালুরু, ২০ এপ্রিল– প্রায় ৫ মাস অসহ্য গরমের দাবদাহ কাটিয়ে অবশেষে বৃষ্টির মুখ দেখল বেঙ্গালুরু৷ এই গরমে মারাত্মক জলকষ্ট শুরু হয়েছিল গোটা সিলিকন ভ্যালি জুড়ে৷ সেই পরিস্থিতির আপাতত ইতি ঘটল৷ আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর বৃষ্টি নামে কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে৷ তাতে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে কিছু কিছু এলাকায়৷ শনিবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ শুধু তাই নয়, ভারতের সিলিকন ভ্যালিতে আগামী ২৩ এপ্রিল, মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হতে পারে৷

শুক্রবার সন্ধ্যায় মাঝারি বৃষ্টি এবং শনিবারও আকাশ প্রধানত মেঘলা থাকবে৷ দু-এক পশলা বৃষ্টিতে দিনের তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে৷ সর্বোচ্চ তামমাত্রা ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমে ২৩ ডিগ্রিতে পৌঁছেছে বৃষ্টির এক ধাক্কায়৷একজন আবহাওয়ার ব্লগার এক্সে লিখেছেন, অবশেষে বহু প্রতীক্ষিত বৃষ্টি নামল শহরে৷ তাঁর টু্যইটে সাড়া দিয়ে আরও বহু শহরবাসী তাঁদের স্থানীয় এলাকার বৃষ্টির ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন৷ মাত্র দু-তিনটি জায়গায় বৃষ্টি হলেও বেঙ্গালুরুর মানুষ তাতেই বেজায় খুশি৷ প্রসঙ্গত, গত ২০২৩ সাল থেকে বৃষ্টির দেখা নেই বেঙ্গালুরুতে৷ অন্তত তিন মাস এক ফোঁটাও বৃষ্টি হয়নি শহরে৷ শেষ বৃষ্টি হয়েছিল গত নভেম্বরে৷ জানুয়ারি-ফেব্রুয়ারিতে সাধারণত বৃষ্টি না হলেও মার্চে দু-এক পশলা হয়ে থাকে৷ এ বছর তাও হয়নি৷ ফলে তীব্র জলকষ্ট শুরু হয় শহরজুডে়৷ পানীয় জলের সঙ্কটে ভোগেন মানুষ৷ বেঙ্গালুরু ছাড়াও রাজ্যের বিজয়পুর, বিদার এবং বাগালকোট এলাকাতেও বৃষ্টি হয়েছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বেঙ্গালুরুসহ রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে৷