• facebook
  • twitter
Monday, 7 April, 2025

বিভাগীয় পরীক্ষায় অনিয়ম, রেলের গ্রুপ-সি পদের নিয়োগ প্রক্রিয়া বাতিল

সমস্ত রেলওয়ে জোনের জেনারেল ম্যানেজারদের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। বিভাগীয় পরীক্ষার কাঠামো পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফাইল ছবি

বিভাগীয় পরীক্ষায় অনিয়মের অভিযোগে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল ভারতীয় রেল। রেলওয়ে বোর্ডের তরফে রেলের গ্রুপ-সি পদের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হল। কেবলমাত্র বিভাগীয় পরীক্ষার ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে সমস্ত রেলওয়ে জোনের জেনারেল ম্যানেজারদের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিভাগীয় পরীক্ষার কাঠামো পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে লেখা হয়েছে, সম্প্রতি বেশ কিছু অনিয়ম সামনে আসায় রেলওয়ে বোর্ড ৪ মার্চ পর্যন্ত চূড়ান্ত না হওয়া গ্রুপ-সি পদে চাকরির জন্য এলডিসিই/জিডিসিই-সহ সমস্ত বিভাগীয় মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নির্দেশ না আসা পর্যন্ত আপাতত কোনও নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না। কীভাবে বিভাগীয় পরীক্ষা হবে, তার যাবতীয় কাঠামো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। মনোনয়ন কাঠামোর পুনর্বিন্যাস করা হবে বলে জানা গিয়েছে।

সম্প্রতি বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে পূর্ব-মধ্য রেলওয়ের ২৬ জন রেল আধিকারিককে গ্রেপ্তার করার পাশাপাশি ১ কোটি ১৭ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। তারপরই নিয়োগ প্রক্রিয়া বাতিলের পথে হাঁটল রেল। একই সঙ্গে সমস্ত বিভাগীয় পদোন্নতির পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)-কে।

রেলে যাঁরা চাকরি করছেন, তাঁদের পদোন্নতির জন্য বিভাগীয় পরীক্ষা নেওয়ার রীতি রয়েছে। রেলের বিভিন্ন ডিভিশন এবং জোন এই পরীক্ষা নিয়ে থাকে। এই সব পরীক্ষাতেই দুর্নীতির অভিযোগ উঠেছে। আর তাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে সব ডিপার্টমেন্টাল পরীক্ষা সেন্ট্রালাইজড কম্পিউটার বেসড টেস্ট-এর মাধ্যমে নেওয়ার কথা জানানো হয়েছে।

News Hub