কলকাতা, ১৯ জুন – যাত্রী সুরক্ষাকে গুরুত্ব দিতে নিরাপত্তা সংক্রান্ত খাতে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত সময়কালে ভারতীয় রেল ১,৭৮, ০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। রেলের দাবি, ২০০৪ থেকে ২০১৪ সময়কালের ৭০,২৭৩ কোটি বিনিয়োগের থেকে যা ২.৫ গুণ বেশি। যাত্রী সুরক্ষার ক্ষেত্রে এই বিপুল পরিমাণ অর্থব্যয়ের কারণে রেল দুর্ঘটনা হ্রাস পেয়েছে ৬০ শতাংশ, এমনটাই দাবি রেল কর্তৃপক্ষের।
যাত্রী নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, পরিচালনার পাশাপাশি পয়েন্ট, সিগন্যাল, কোচ, লোকো, ট্র্যাক – এককথায় নিরাপত্তার ক্ষেত্রটি ভারতীয় রেলে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে এসেছে , এমনটাই দাবি রেলের। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ১০ বছরে, ভারতীয় রেল নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ এর প্রমাণ বলে দাবি রেল কর্তৃপক্ষের। এই বিনিয়োগের ফলে কাঠামোগত এবং পদ্ধতিগত বহু উন্নতি হয়েছে যা নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। দুর্ঘটনা হ্রাসের ক্ষেত্রেও এর ফলাফল প্রমাণিত।
রেলের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৪ থেকে ২০১৪ এর তুলনায় ২০১৪ থেকে ২০২৪ দুর্ঘটনার গড় সংখ্যা ৬০ শতাংশ কমেছে । সরকারী পরিসংখ্যানমতো , ট্রেন দুর্ঘটনার সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ২০০০- ২০০১ সালে ৪৭৩টি দুর্ঘটনার থেকে ২০২২-২০২৩ সালে দুর্ঘটনার সংখ্যা কমে ৪০-এ দাঁড়িয়েছে।
সোমবার, ১৭ জানুয়ারি এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ ছিনিয়ে নেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ১০ টি নিরীহ প্রাণ, জখম বহু। এরপরই যাত্রীদের সুরক্ষার প্রশ্নে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিসংখ্যানগুলি তুলে ধরা হয়।