• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘ভারত জোড়ো’ থামিয়ে অক্সফোর্ড সফরের সিদ্ধান্ত রাহুলের, বিরক্ত দল

দিল্লি, ২১ ফেব্রুয়ারি– সবে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি৷ এই যাত্রায় এখন তিনি উত্তরপ্রদেশে৷ কিন্তু এরমধ্যেই শোনা গেল মাঝপথেই এই যাত্রা থামিয়ে তিনি পাড়ি দেবেন বিদেশে৷ কারণ ২৭-২৮ ফেব্রুয়ারি তিনি অক্সফোর্ডে ভাষণ দেবেন৷ তাই ২৬ তারিখ থেকে ছয় দিন যাত্রা বন্ধ থাকবে৷ ফের শুরু হবে ১ মার্চ৷ আর এখানে কংগ্রেসের

দিল্লি, ২১ ফেব্রুয়ারি– সবে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি৷ এই যাত্রায় এখন তিনি উত্তরপ্রদেশে৷ কিন্তু এরমধ্যেই শোনা গেল মাঝপথেই এই যাত্রা থামিয়ে তিনি পাড়ি দেবেন বিদেশে৷ কারণ ২৭-২৮ ফেব্রুয়ারি তিনি অক্সফোর্ডে ভাষণ দেবেন৷ তাই ২৬ তারিখ থেকে ছয় দিন যাত্রা বন্ধ থাকবে৷ ফের শুরু হবে ১ মার্চ৷
আর এখানে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির বিরক্তি৷ দলীয় সূত্রে খবর, যাত্রা থামিয়ে রাহুলের এই সময় বিদেশ সফরে যাওয়ার সিদ্ধান্তে দলের অনেকেই বিরক্ত৷ এর আগে সংসদ চলাকালে রাহুল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সফরের পরিকল্পনা করেছিলেন৷ একই সঙ্গে তখন ইন্ডিয়া জোট নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে ছিল৷ যদিও সমালোচনার মুখে সেই সফর বাতিল করেন৷ দলের অনেকেই মনে করছেন, রাহুলের এই সিদ্ধান্তে যাত্রা গুরুত্ব হারাচ্ছে৷ ভোটের সময় যা দলের ক্ষতিই করবে৷
রাহুলের এই নিজেই সব সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনুযোগের সুরে বলেন এক প্রবীণ নেতা বলেন, রাহুল সম্পূর্ণ নিজের মতো কর্মসূচি নিয়ে থাকেন৷ সিদ্ধান্ত করার পর দলকে জানান, কংগ্রেসের অনেকেই মনে করেন, বিদেশে রাহুলের ভাষণে দলের কোনও লাভ হয় না৷ পাল্টা আক্রমণ শানিয়ে লাভবান হয় বিজেপি৷ কংগ্রেসের অনেকেই মনে করছেন, এই সময় রাহুল ও প্রিয়ঙ্কার হিন্দি বলয়ের এই বড় রাজ্যে মাটি কামডে় পডে় থাকা উচিত ছিল৷ এর আগে ঠিক ছিল প্রিয়ঙ্কা দাদার সঙ্গে বারাণসী থেকে যাত্রায় যোগ দেবেন৷ তিনিও সূচি বদল করেন৷ এখন ঠিক হয়েছে, ২৪-২৫ ফেব্রুয়ারি তিনি যাত্রায় যোগদান করবেন৷
কংগ্রেস নেতৃত্ব অবশ্য বলছে, বিদেশ সফর ছাড়াও এই সময় দিল্লিতে নির্বাচন সংক্রান্ত দলীয় বৈঠকে রাহুলের উপস্থিতি জরুরি৷ সেই কারণেও যাত্রা বিরতি দরকার৷ আবার একটি মহল থেকে বলা হচ্ছে, রাহুলের বিশ্রাম দরকার৷ তাই দিন কয়েক যাত্রা স্থগিত রাখা হল৷ এমনিতেই উত্তর প্রদেশে অমেঠি ও রায়বেরলি ছাড়া বাকি জায়গায় যাত্রা তেমন সাড়া পায়নি৷ সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব শেষ মুহূর্তে জানিয়ে দেন, রাহুলের যাত্রায় যোগ দেবেন না৷ কংগ্রেসের সঙ্গে এসপি’র আসন বোঝাপড়াও ভেস্তে গিয়েছে৷