• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মোদি সরকারকে সংসদে ঘিরতে প্রস্তুত রাহুল

দিল্লি, ১৭ জুন– ফের বড়সড় দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ মৃতের সংখ্যা ইতিমধ্যে ১৫ ছাডি়য়েছে৷ এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী৷ শোক জ্ঞাপন করা হয়েছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধিও৷ এর পাশাপাশি দুর্ঘটনা নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে একহাত নিতে ছাড়েননি রাহুল গান্ধি৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত ও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট

দিল্লি, ১৭ জুন– ফের বড়সড় দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ মৃতের সংখ্যা ইতিমধ্যে ১৫ ছাডি়য়েছে৷ এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী৷ শোক জ্ঞাপন করা হয়েছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধিও৷ এর পাশাপাশি দুর্ঘটনা নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে একহাত নিতে ছাড়েননি রাহুল গান্ধি৷
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত ও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করে রাহুল গান্ধি, অবিলম্বে আহত ও মৃতদের পরিবারকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার পাশপাাশি এই দুর্ঘটনায় উদ্ধারকাজ ও ত্রাণে সহায়তা করার জন্য কংগ্রেস নেতা-কর্মীদের অনুরোধ জানিয়েছেন রাহুল গান্ধি৷
তবে দূর্ঘটনায় কেন্দ্রের দিকে আঙুল তুলে সরব হতে দেখা গিয়েছে রাহুলকে৷ অভিযোগ করে টুইটারে তিনি লিখেছেন, ‘গত ১০ বছরে রেল দুর্ঘটনা বৃদ্ধি মোদি সরকারের অব্যবস্থাপনা এবং অবহেলার প্রত্যক্ষ ফল, এর ফলে প্রতিদিন যাত্রীদের জীবন ও সম্পদের ক্ষতি হচ্ছে৷ আজকের দুর্ঘটনা এই বাস্তবতার আরেকটি উদাহরণ৷’
পরপর ট্রেন দুর্ঘটনার বিষয়টি মেনে নেওয়া হবে না বলেও কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মোদি ৩.০ সরকারের বিরোধী দলনেতা৷ এদিনের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার প্রসঙ্গ তুলে টুইটারে তিনি লিখেছেন, “এই দুর্ঘটনার জন্য দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা এই ভয়ঙ্কর অবহেলা নিয়ে প্রশ্ন তুলব এবং মোদি সরকারকে জবাব দিতে হবে৷”
তবে শুধু রাহুল গান্ধি নন, পাশাপাশি সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এদিনের রেল দুর্ঘটনা নিয়ে মোদি সরকারকে বিঁধতে ছাড়েননি৷ মোদি সরকার রেল মন্ত্রককে ‘ক্যামেরা-চালিত স্ব-প্রচারের একটি প্ল্যাটফর্মে রূপান্তর করেছে’ বলে টুইটারে কটাক্ষ করেন মল্লিকার্জুন খাড়গে৷ তবে এই বিষয়টি তাঁরা মেনে নেবেন না৷ এই বিষয়টি নিয়ে সংসদে প্রশ্ন তুলবেন এবং বিরোধী হিসাবে এটা তাঁদের ‘বাধ্যতামূলক কর্তব্য’ বলেও উল্লেখ করেছেন কংগ্রেস সভাপতি৷