সংবিধান দেখিয়ে রাহুল বোঝালেন আগামী পাঁচ বছর মোদির শান্তির দিন শেষ

Rahul Gandhi said 'India's strong opposition will continue its pressure, raise the voice of the people and will not let the Prime Minister escape without accountability' | X

দিল্লি, ২৪ জুন– সংসদের ভেতরে-বাইরে যখন মোদি বিরোধীদের বিক্ষোভ অস্ত্রে কুপোকাত ঠিক তখনই মোদি-রাহুলের দ্বৈরথের আরেক ছবি ফুটে উঠল৷ অষ্টাদশ লোকসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় নিজের আসন থেকে রাহুল গান্ধি প্রধানমন্ত্রীকে সংবিধানের একটি বই দেখান৷ বই দেখিয়ে বুঝিয়ে দেন দু’জনের এই বিরোধীতার পথ চলা শুরু৷ এই দৃশ্যের ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷
কংগ্রেস সাংসদ লোকসভা বসার দিনেই ওয়ানাডের এমপি পদ থেকে ইস্তফা দেন৷ তিনি এদিন এই বিশেষ অধিবেশনে কংগ্রেস সহ বিরোধীদের কর্মসূচিও বাতলে দেন৷ যাতে স্পষ্ট তৃতীয় মোদি সরকার আগামী পাঁচবছর ধরে খুব শান্তিতে দিন কাটাতে পারবে না৷ সংসদে সরকারপক্ষকে চাপে রাখতে ইন্ডিয়া জোটের ‘দশ দফা’ কর্মসূচির কথাও এদিন জানিয়ে দেন রাহুল৷
এদিন লোকসভা বসার আগেই সংসদ চত্বরে গান্ধি মূর্তির পাদদেশে সংবিধান হাতে নিয়ে বিশাল বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা৷ সংবিধান দীর্ঘজীবী হোক, সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও স্লোগান ছিল তাঁদের মুখে৷ এ বিষয়ে রাহুল বলেন, প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানকে বিপন্ন করার যে চেষ্টা চালাচ্ছেন, তা আমরা বরদাস্ত করব না৷ তাই আমরা শপথ নেওয়ার সময় সংবিধান হাতে রেখেছিলাম৷ আমাদের স্পষ্ট বার্তা, এমন কোনও শক্তি নেই যা ভারতের সংবিধানকে ছুঁতে পারে৷
রাহুলের দশ বাণের মধ্যে রয়েছে, ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, রেলযাত্রীদের দুর্দশা, প্রশ্নফাঁস, দুধ, খাদ্যশস্য-মশলা, গ্যাস বাজারের মূল্যবৃদ্ধি, দাবানল, জলসঙ্কট প্রভৃতি নিয়ে সরকারের জবাব দাবি করবে বিরোধীরা৷ একটি এক্সবার্তায় রাহুল বলেন, ইন্ডিয়া-র শক্তিশালী বিরোধিতা সরকারকে চাপে রাখার কাজ চালিয়ে যাবে, আমজনতার কণ্ঠস্বরকে সংসদে তুলে ধরবে এবং প্রধানমন্ত্রীকে দায়ঝাড়া হাত-পায়ে ঘুরতে দেব না৷