• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সংবিধান দেখিয়ে রাহুল বোঝালেন আগামী পাঁচ বছর মোদির শান্তির দিন শেষ

দিল্লি, ২৪ জুন– সংসদের ভেতরে-বাইরে যখন মোদি বিরোধীদের বিক্ষোভ অস্ত্রে কুপোকাত ঠিক তখনই মোদি-রাহুলের দ্বৈরথের আরেক ছবি ফুটে উঠল৷ অষ্টাদশ লোকসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় নিজের আসন থেকে রাহুল গান্ধি প্রধানমন্ত্রীকে সংবিধানের একটি বই দেখান৷ বই দেখিয়ে বুঝিয়ে দেন দু’জনের এই বিরোধীতার পথ চলা শুরু৷ এই দৃশ্যের ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷ কংগ্রেস

Rahul Gandhi said 'India's strong opposition will continue its pressure, raise the voice of the people and will not let the Prime Minister escape without accountability' | X

দিল্লি, ২৪ জুন– সংসদের ভেতরে-বাইরে যখন মোদি বিরোধীদের বিক্ষোভ অস্ত্রে কুপোকাত ঠিক তখনই মোদি-রাহুলের দ্বৈরথের আরেক ছবি ফুটে উঠল৷ অষ্টাদশ লোকসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় নিজের আসন থেকে রাহুল গান্ধি প্রধানমন্ত্রীকে সংবিধানের একটি বই দেখান৷ বই দেখিয়ে বুঝিয়ে দেন দু’জনের এই বিরোধীতার পথ চলা শুরু৷ এই দৃশ্যের ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷
কংগ্রেস সাংসদ লোকসভা বসার দিনেই ওয়ানাডের এমপি পদ থেকে ইস্তফা দেন৷ তিনি এদিন এই বিশেষ অধিবেশনে কংগ্রেস সহ বিরোধীদের কর্মসূচিও বাতলে দেন৷ যাতে স্পষ্ট তৃতীয় মোদি সরকার আগামী পাঁচবছর ধরে খুব শান্তিতে দিন কাটাতে পারবে না৷ সংসদে সরকারপক্ষকে চাপে রাখতে ইন্ডিয়া জোটের ‘দশ দফা’ কর্মসূচির কথাও এদিন জানিয়ে দেন রাহুল৷
এদিন লোকসভা বসার আগেই সংসদ চত্বরে গান্ধি মূর্তির পাদদেশে সংবিধান হাতে নিয়ে বিশাল বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা৷ সংবিধান দীর্ঘজীবী হোক, সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও স্লোগান ছিল তাঁদের মুখে৷ এ বিষয়ে রাহুল বলেন, প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানকে বিপন্ন করার যে চেষ্টা চালাচ্ছেন, তা আমরা বরদাস্ত করব না৷ তাই আমরা শপথ নেওয়ার সময় সংবিধান হাতে রেখেছিলাম৷ আমাদের স্পষ্ট বার্তা, এমন কোনও শক্তি নেই যা ভারতের সংবিধানকে ছুঁতে পারে৷
রাহুলের দশ বাণের মধ্যে রয়েছে, ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, রেলযাত্রীদের দুর্দশা, প্রশ্নফাঁস, দুধ, খাদ্যশস্য-মশলা, গ্যাস বাজারের মূল্যবৃদ্ধি, দাবানল, জলসঙ্কট প্রভৃতি নিয়ে সরকারের জবাব দাবি করবে বিরোধীরা৷ একটি এক্সবার্তায় রাহুল বলেন, ইন্ডিয়া-র শক্তিশালী বিরোধিতা সরকারকে চাপে রাখার কাজ চালিয়ে যাবে, আমজনতার কণ্ঠস্বরকে সংসদে তুলে ধরবে এবং প্রধানমন্ত্রীকে দায়ঝাড়া হাত-পায়ে ঘুরতে দেব না৷