কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি বুধবার নির্বাচনে পরাজয়ের পর আমেথিতে গিয়েছিলেন। সেখানে কংগ্রেস কর্মীদের সঙ্গে নির্বাচনে পরাজয়ের কারণগুলি পর্যালােচনার জন্য বৈঠক করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক লােকসভা নির্বাচনে রাহুল গান্ধি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছে। রাহুল এদিন দলের দীর্ঘদিনের কর্মী ও তিলােলি বিধানসভা এলাকার দায়িত্বপ্রাপ্ত মাতাপ্রসাদ বৈশ’র গৌরীগঞ্জের বাড়ি যান।
নির্বাচনের ফল প্রকাশের পরই মাতাপ্রসাদের এক আত্মীয়ের মৃত্যু হয়। শােক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি সমবেদনা ব্যক্ত করেন।
গৌরীগঞ্জের নির্মলা দেবী এডুকেশনাল ইনস্টিটিউটে স্থানীয় কংগ্রেস দলের পর্যালােচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাহুল পাঁচটি -সালােন, আমেথি, গৌরীগঞ্জ, জগদীশপুর এবং তিলােই বিধানসভা ক্ষেত্রের বুথের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
তিনটি লােকসভা নির্বাচনে একাদিক্রমে বিজয়ী রাহুল সম্প্রতি সমাপ্ত লােকসভা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে ৫২ হাজার ভােটে পরাজিত হন।
রাহুল গান্ধির পরাজয়ের দায় নিয়ে প্রধান প্রতিনিধি চন্দ্রকান্ত দুবে এবং জেলা সভাপতি যােগেন্দ্র মিশ্র পদত্যাগ করেন। পরবর্তীতে দলের সামগ্রিক শােচনীয় পরাজয়ের কারণে রাহুল গান্ধিও সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। রাহুল বর্তমানে কেরলের ওয়ানাড় কেন্দ্র থেকে লােকসভায় সাংসদ নির্বাচিত হয়েছেন।