দিল্লি, ১০ জুলাই – কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ‘হিন্দু’ মন্তব্যকে ঘিরে এবার ময়দানে নামলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মোহন যাদবের কড়া বার্তা , ‘হিন্দুদের হিংস্র বলে আক্রমণ করে হিন্দু সমাজকে লজ্জিত করেছেন রাহুল। এমন মন্তব্যের জন্য রাহুল গান্ধির প্রকাশ্যে নাকখত দিয়ে ক্ষমা চাওয়া উচিত ।’ লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে প্রথম ভাষণে কেন্দ্রের শাসকদলকে আক্রমণ করতে গিয়ে রাহুলের মুখে শোনা যায় ‘হিন্দুত্ববাদ’ প্রসঙ্গ। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “হিন্দুরা কখনওই হিংসা ছড়ায় না। ধর্মের নামে গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে বিজেপি ।” তাঁর এই মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে এই তোপ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের।