জম্মু-কাশ্মীরের মানুষকে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী

জম্মু ও কাশ্মীরে বিপুল জনাদেশ পেয়েছে ‘ইন্ডিয়া’ জোট। কার্যত ধরাশায়ী গেরুয়া শিবির। মানুষের বিপুল সমর্থন পাওয়ার উপত্যকাবাসীকে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী। বুধবার এব্যাপারে কংগ্রেস নেতা তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেই শুভেচ্ছাবার্তায় রাহুল গান্ধী লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের মানুষকে আমি শুভেচ্ছা জানাই। ‘ইন্ডিয়া’ জোটের জয়ের অর্থ হল সংবিধানের জয়, গণতান্ত্রিক আত্মসম্মানের জয়। তবে আমরা হরিয়ানার অপ্রত্যাশিত ফলাফল বিশ্লেষণ করছি। আমরা অনেকগুলি বিধানসভা কেন্দ্র থেকে আসা অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনকে জানাব।’

পাশাপাশি, হরিয়ানায় ক্ষমতায় আসতে না পারলেও এই রাজ্যের একটি বড় সংখ্যক মানুষ ‘ইন্ডিয়া’ জোটকে সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানান রাহুল গান্ধী। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন,’আমাদের সমর্থন করার জন্য হরিয়ানার সমস্ত মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আমাদের বীর কর্মীদের অক্লান্ত পরিশ্রম করার জন্য তাঁদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ন্যায় অধিকার, সামাজিক ও অর্থনৈতিক ন্যায় এবং সত্যের জন্য আমরা আমাদের লড়াই জারি রাখব। পাশাপাশি, আমরা আপনাদের দাবি তুলে ধরব।’

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেল এনসি-কংগ্রেস জোট। সেখানে মোট আসন সংখ্যা ৯০টি। মঙ্গলবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা গেল ম্যাজিক ফিগার পার করে কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। ৯০ টি আসনের মধ্যে ‘ইন্ডিয়া’ জোট পেয়েছে ৪৮টি আসন। কিন্তু বিজেপি মাত্র ২৯টি আসনে জয়লাভ করেছে। এছাড়া মেহবুবা মুফতির পিডিপি ৩টি, নির্দল প্রার্থীরা পেয়েছে ৭টি আসন। এছাড়া, আপ, সিপিআইএম ও জেপিসি ১টি করে আসন পেয়েছে।