• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

নােবেলজয়ী অর্থনীতিবিদকে টুইটারে শুভেচ্ছা রাহুলের

নােবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জিকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি টুইট করে লেখেন, 'লক্ষ লক্ষ ভারতীয় আপনার সাফল্যের জন্য গর্বিত'।

রাহুল গান্ধি (Photo: Ravi Shankar Vyas/IANS)

নােবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জিকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি টুইট করে লেখেন, ‘লক্ষ লক্ষ ভারতীয় আপনার সাফল্যের জন্য গর্বিত’।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল নােবেল জয়ীকে শুভেচ্ছা জানালেও তাঁর কাজ ও চিন্তাভাবনাকে খারিজ করে দিয়েছেন। তিনি নােবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তােলেন। জাতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নােবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি তাঁর পেশাদারিত্ব নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সমালােচনার কঠোর বিরােধিতা করেন।

তিনি বলেন, ‘একজন পেশাদার হিসেবে আমি সকলের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখতে চাই। দেশের অর্থনীতি নিয়ে আমার চিন্তাভাবনার সঙ্গে কোনও দলের সম্পর্ক নেই- প্রধানমন্ত্রী মােদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি গুজরাত দূষণ নিয়ন্ত্রণ বাের্ডের সঙ্গে কাজ করেছি। আমাদের প্রচুর ভালাে অভিজ্ঞতা রয়েছে’।

রাহুল গান্ধি টুইট করে লেখেন, ‘দেশের কয়েকলক্ষ মানুষ আপনার সাফল্যের জন্য গর্বিত। বর্তমান শাসক দলের লােকজন ধর্মান্ধ হয়ে গেছেন। ওঁদের কোনও ধারণা নেই পেশাদারিত্ব বলতে ঠিক কি বােঝায়। আপনি এক দশক ধরে চেষ্টা করে ওঁদেরকে পেশাদারিত্ব নিয়ে ব্যাখ্যা দিয়েও বােঝাতে পারবেন না। তবে এটা ভেবে আনন্দিত হােন, দেশের লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য গর্বিত’।