• facebook
  • twitter
Friday, 25 April, 2025

প্রধানমন্ত্রী ধনীদের রক্ষা করেন: রাহুল

দেশের ধনী শিল্পপতিদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Photo: IANS)

দেশের ধনী শিল্পপতিদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বলেন, দেশের প্রধানমন্ত্রী ধনীদের রক্ষা করেন, আর কংগ্রেস দেশের গরিব, দুর্বল ও কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের স্বার্থরক্ষার জন্য লড়াই চালাতে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘ ২০১৯ সালের লোকসভা নির্বাচন দুটো মতাদর্শের মধ্যে লড়াই হবে। একদিকে বিজেপি , আরএসএস, নরেন্দ্র মোদি থাকবেন, অন্যদিকে কংগ্রেস’। হরিয়ানায় দলের ‘পরিবর্তন যাত্রায়’ অংশগ্রহণ করতে সভাপতি রাহুল গান্ধি উপস্থিত ছিলেন। পাশাপাশি তিনি কয়েকটি বৈঠকও করেন। জনসভায় তিনি বলেন,’প্রধানমন্ত্রী গত পাঁচ বছরে দেশের যেখানেই গেছেন, সেখানকার জনগণকে তিনি একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন। দেশের প্রতিটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেউ কি ঐ পরিমাণ টাকা পেয়েছেন?’ তিনি বলেন, কংগ্রেস প্রতিশ্রুতি পালন করে, বিজেপির মতো শুধু প্রতিশ্রুতি দেয় না। কংগ্রেস সরকার গঠন করলে ন্যূনতম আয় নিশ্চয়তা প্রকল্পের যে ঘোষণা করা হয়েছে তা কার্যকর হবে। প্রধানমন্ত্রী কৃষি ঋণ মকুবের জায়গায় ১৫ জন শিল্পপতির ৩.৫ লাখ কোটি টাকার ঋণ মকুব করে দিয়েছেন।