দু’দিনের সফরে আজ কেরলে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। স্থানীয় একটি স্কুলের ছাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার সময়ে মেয়েদের স্বাবলম্বী হওয়ার প্রয়ােজনীয়তা নিয়ে কথা বলেন রাহুল গান্ধি।
উচ্চমাধ্যমিক স্কুলের ছাত্রীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আর্জি করে বলেন, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল তােমাদের ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত স্বাধীনতা-অর্থাৎ তুমি। অর্থাৎ তুমি কারুর ওপর নির্ভর করে থাকবে না। তুমি নিজে স্বাধীনভাবে চলতে পারবে। তার জন্য মানসিক ও অর্থনৈতিক স্বাধীন হওয়া আবশ্যক।
তিনি বলেন, পুরুষশাসিত সমাজ কোনওদিন পছন্দ করে না মেয়ে ও মহিলারা কারুর ওপর নির্ভর না করে স্বাধীন ভাবে বেঁচে থাকুক। নিজেদের স্বাবলম্বী করে তােলার পাশাপাশি অন্য, মেয়েদেরকেও স্বাবলম্বী হতে সাহায্য করতে হবে। জীবনে সুযােগ আসবে, অসুবিধাও আসবে। কিন্তু একজনকে জানতে হবে সুযােগকে কিভাবে কাজে লাগাতে হয়’।