• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

হিন্দু বিরোধী জবাবে শনিবার আমরোহাতেই একমঞ্চে দুই ‘যুবরাজ’ রাহুল-অখিলেশ

অমরোহা, ২০ এপ্রিল– শুক্রবার আমরোহার সভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই বিরোধী রাহুল গান্ধি তথা বিএসপি নেতাকে অখিলেশ সিং যাদবকে কার্যত হিন্দু বিরোধী বলে দেগে দেন৷ মোদির কটাক্ষের একদিন পেরোতে না পেরোতেই উত্তর প্রদেশের সেই আমরোহাতেই শনিবার এক মঞ্চে হাজির কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব৷ দিল্লির অদূরে উত্তর প্রদেশের এই

অমরোহা, ২০ এপ্রিল– শুক্রবার আমরোহার সভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই বিরোধী রাহুল গান্ধি তথা বিএসপি নেতাকে অখিলেশ সিং যাদবকে কার্যত হিন্দু বিরোধী বলে দেগে দেন৷ মোদির কটাক্ষের একদিন পেরোতে না পেরোতেই উত্তর প্রদেশের সেই আমরোহাতেই শনিবার এক মঞ্চে হাজির কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব৷
দিল্লির অদূরে উত্তর প্রদেশের এই লোকসভা আসনে ইন্ডিয়া’র প্রার্থী এবার প্রাক্তন বিএসপি সাংসদ দানিশ আলি, বিদায়ী লোকসভায় অধিবেশন কক্ষে বিজেপির এক সাংসদ যাঁকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করেছিলেন৷ সেই ঘটনায় দলনেত্রী মায়াবতীর নীরবতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলার পাশাপাশি রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা করায় দানিশকে বহিষ্কার করে বিএসপি৷ আমরোহাতেই তিনি এবার কংগ্রেসের টিকিটে লড়ছেন৷

এবার লোকসভা ভোটে যে রাজ্যগুলিতে বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’র বোঝাপড়া ভাল হয়েছে, উত্তর প্রদেশ তার অন্যতম৷ রাজনৈতিক মহলের মতে, বহু বছর পর উত্তর প্রদেশে বিজেপি বিরোধী দুটি দল কাঁধে কাঁধ দিয়ে লড়াই করছে৷ তাতে নয়া মাত্রা যোগ করেছে রাহুল ও অখিলেশের বোঝাপড়া৷ আসন সমঝোতায় সংখ্যা নিয়ে জেদ না ধরতে রাজ্য কংগ্রেসকে রাহুলই রাজি করান৷ ফলে অখিলেশ গোড়ায় কংগ্রেসের হাত ধরতে নিমরাজি হলেও পরে তিনিই ইতিবাচক সাড়া দেন৷জোট নিয়ে ইতিবাচক বার্তা দিতেই দু’দিন আগে রাহুল লখনউয়ে অখিলেশের পাশে বসে সাংবাদিক বৈঠক করেন৷

Advertisement

শনিবার দু’জনে আমরোহাতে সভা করবেন শুক্রবার যেখানে প্রধানমন্ত্রী তাঁদের তীব্র আক্রমণ শানান৷ রাজনৈতিক মহল মনে করছে, কংগ্রেস-সমাজবাদীর বোঝাপড়ায় শঙ্কিত মোদি বিরোধী দুই নেতাকে লাগাতার আক্রমণ করেছেন৷ নাম না করেই বিরোধী দুই নেতা সম্পর্কে বলেন, ‘এই দুই যুবরাজ ও বিরোধীরা আমাদের ধর্ম-বিশ্বাসকে আঘাত করছেন৷ স্বজনপোষণ, দুর্নীতি এবং মুসলিম তোষণের ঝুডি় নিয়ে ঘুরছেন৷’

Advertisement

ওই সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘উত্তরপ্রদেশের মাটিতে আবার দুই যুবরাজের অভিনীত ছবির শু্যটিং শুরু হয়েছে৷ যা রাজ্যের মানুষ আগেই বাতিল করে দিয়েছেন৷ প্রতিবার এঁরা রাজ্যের মানুষের কাছে ভোট দিন বলে স্বজনপোষণ, দুর্নীতি ও মুসলিম তোষণের বস্তা ঘাডে় করে ঘুরে বেড়ান৷ এইসব প্রচারে তাঁরা আমাদের ধর্ম-বিশ্বাসকে আঘাত করা ছাড়া আর কিছুই করেন না৷

১৭ এপ্রিল রাম নবমীর দিন অযোধ্যায় রাম মন্দিরে রামের মূর্তির কপালে সূর্যতিলকের দৃশ্য নিয়েও বিরোধী দুই নেতাকে নিশানা করেন প্রধানমন্ত্রী৷ বলেন, গোটা দেশ যখন রামচন্দ্রের সূর্যতিলক দর্শন এবং রামনবমী পালন করল, তখন এরা তাঁকে রাজনীতি বলে উপহাস করতে ছাডে়নি৷ কয়েকদিন আগে রাহুল ও অখিলেশ যৌথ সাংবাদিক করে মোদিকে ধর্মীয় মেরুকরণের কাঠগড়ায় দাঁডি় করিয়ে তোপ দাগেন৷ তার জবাব দিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের শাহজাদা ভোটব্যাঙ্ক রাজনীতির কারণে পবিত্রভূমি দ্বারকায় সমুদ্রের নীচে আমার পুজো করা নিয়ে মজা করেছেন৷

Advertisement