• facebook
  • twitter
Sunday, 22 September, 2024

রাজনীতির নতুন চানক্য রঘুরাম রাজন, জল্পনায় রাজ্যসভার সাংসদ পদ  

মুম্বই, ২ ফেব্রুয়ারি– এবার অর্থের হিসেব-নিকেষ ছেড়ে রানীতির হিসেবে নিকেশ করতে চলেছেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর তথা অর্থনীতিবিদ রঘুরাম রাজন? এখন এই প্রশ্নই রাজনীতির অলিন্দে৷ রঘুরাম রাজন নাকি রাজ্যসভার সাংসদ হতে চলেছেন৷ চলতি সপ্তাহেই তিনি শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন৷ এরপরই জল্পনা শুরু হয়েছে যে কংগ্রেস বা মহা বিকাশ আগাডি়

মুম্বই, ২ ফেব্রুয়ারি– এবার অর্থের হিসেব-নিকেষ ছেড়ে রানীতির হিসেবে নিকেশ করতে চলেছেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর তথা অর্থনীতিবিদ রঘুরাম রাজন? এখন এই প্রশ্নই রাজনীতির অলিন্দে৷ রঘুরাম রাজন নাকি রাজ্যসভার সাংসদ হতে চলেছেন৷ চলতি সপ্তাহেই তিনি শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন৷ এরপরই জল্পনা শুরু হয়েছে যে কংগ্রেস বা মহা বিকাশ আগাডি় জোটের সমর্থনে রাজ্যসভার সাংসদ হতে পারেন রঘুরাম রাজন৷

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন৷ ১৫টি রাজ্যের মোট ৫৬টি আসন ফাঁকা হচ্ছে৷ এই পদে যে সাংসদরা ছিলেন, তাদের মেয়াদ শেষ হচ্ছে৷ সেই শূন্যপদগুলিতেই নির্বাচন হবে৷ জল্পনা, মহারাষ্ট্র থেকে রাজ্যসভার সাংসদ হতে পারেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন৷ তবে তিনি কোনও রাজনৈতিক দলে হয়তো যোগ দেবেন না, কংগ্রেস বা মহা বিকাশ আগাডি় জোটের সমর্থনে সাংসদ হতে পারেন রঘুরাম রাজন৷ মঙ্গলবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন রঘুরাম রাজন৷ তাঁকে স্বাগত জানান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য৷ যদিও শিবসেনা (ইউবিটি)-র তরফে এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেই উল্লেখ করা হয়েছিল৷