কর্মসংস্থানের পরিসংখ্যান নিয়ে সংশয় রঘুরামের

রঘুরাম রাজন (ছবি- ফেসবুক)

দেশে বেকারদের নিয়ে কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানে সংশয় প্রকাশ করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তাঁর সংশয় বেকারদের ওপর বিশেষ আলোকপাত করেনি সরকার।

প্রাক্তন গভর্নর প্রশ্ন তুলেছেন যে, ‘ভাল কাজ পাওয়ার চাহিদা প্রবল। যাঁরা দীর্ঘদিন ধরে বেকার থাকার পর চাকরি পাচ্ছেন তাঁরা আদৌ কি মনের মতো চাকরি পাচ্ছেন? তাঁরা কি কাজ নিয়ে সন্তষ্ট? তাঁর মতে পরিসংখ্যান  ঠিক মতো তথ্য দিচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। সরকারি পরিসংখ্যান নিয়ে যেন সংশয় না থাকে মানুষের’।

কেন্দ্র সরকার দাবি করেছে চলতি বছরে শেষের দিকে জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ দাঁড়াবে বলে কেন্দ্রের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজন। তিনি প্রশ্ন তুলেছেন,’কিসের ভিত্তিতে দাবি করা হচ্ছে তা জানি না’।


মোদি সরকারের বিতর্কিত নোটবন্দি যে কতটা ভুল তাও ব্যাখ্যা করলেন প্রাক্তন আরবিআই গভর্নর। তাঁর বক্তব্য ,’নোটবন্দির পর অনেকটা সময় চলে গেছে। ওই ঘটনা থেকে সরকার কী শিক্ষা নিল এখন তা জানার আমাদের সময় এসেছে। নোটবন্দির পর কী ভালো হয়েছে, আর কী খারাপ হয়েছে তা জানতে খতিয়ে দেখতে হবে। যথাযথ সরকার চালাতে হলে সব সরকারের উচিত নিজের সিদ্ধান্তকে খতিয়ে দেখা’।