দিল্লি, ২২ এপ্রিল– বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুণগত ও পরিকাঠামোগত মানের সমীক্ষক সংস্থা কিউএস কোয়াককোয়ারেলি সাইমন্ডসের সাম্প্রতিক তালিকায় ভারতের জয়জয়াকার৷ সঙ্গে ঢালাও প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও৷ উচ্চশিক্ষার বিকাশে বিশ্ব মানচিত্রে নয়া শিখর স্পর্শ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকার৷ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস-এর তথ্য বলছে, জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে এবছর ভারতের বিশ্ববিদ্যালয়গুলিতেই পারফর্ম্যান্স সবথেকে বেশি উন্নত হয়েছে৷ গডে় প্রায় ১৪ শতাংশ বেডে়ছে পারফর্ম্যান্স৷
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস-এর প্রেসিডেন্ট নুনজিও কোয়াককোয়ারেলি জানিয়েছেন, রিসার্চ আউটপুটের দিক থেকে ভারত গোটা বিশ্বের সবথেকে দ্রুত বর্ধনশীল দেশগুলির মধ্যে অন্যতম হিসেবে উঠে এসেছে৷ ২০১৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে ভারতে রিসার্চ আউটপুট ৫৪ শতাংশ বেডে়ছে৷ যা গবেষণার দিক থেকে ভারতকে চতুর্থ বৃহত্তম দেশে তুলে এনেছে৷ তিনি আরও লিখেছেন, ‘বিশ্ব আঙিনায় ভারতের উচ্চ শিক্ষার অগ্রগতিতে নিঃসন্দেহে বড় ভূমিকা পালন করেছে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে জাতীয় শিক্ষা নীতির মতো দূরদর্শী নীতি৷ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সেই ছবি শেয়ার করে নুনজ়িও কোয়াককোয়ারেলি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী ভারতীয় শিক্ষার প্রসারে বিপ্লব ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ৷ জাতীয় শিক্ষা নীতির মতো বিষয়গুলিই তা প্রতিফলিত করছে৷ আমাদের সাম্প্রতিক সাবজেক্ট র্যাঙ্কিংগুলিতে উঠে এসেছে, ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির উন্নত পারফর্ম্যান্স প্রকাশ পেতে শুরু করেছে৷’