দিল্লি, ২২ এপ্রিল– বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুণগত ও পরিকাঠামোগত মানের সমীক্ষক সংস্থা কিউএস কোয়াককোয়ারেলি সাইমন্ডসের সাম্প্রতিক তালিকায় ভারতের জয়জয়াকার৷ সঙ্গে ঢালাও প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও৷ উচ্চশিক্ষার বিকাশে বিশ্ব মানচিত্রে নয়া শিখর স্পর্শ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকার৷ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস-এর তথ্য বলছে, জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে এবছর ভারতের বিশ্ববিদ্যালয়গুলিতেই পারফর্ম্যান্স সবথেকে বেশি উন্নত হয়েছে৷ গডে় প্রায় ১৪ শতাংশ বেডে়ছে পারফর্ম্যান্স৷