• facebook
  • twitter
Tuesday, 5 November, 2024

পুরী-নন্দনকানন এক্সপ্রেসে গুলি, চলছে তদন্ত

ভদ্রক স্টেশন অতিক্রম করার সময় নন্দনকানন এক্সপ্রেসে একটি গুলির ঘটনা ঘটেছে। এরপর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জিআরপি এবং আরপিএফ ট্রেনটিকে পুরীতে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

গুলিবিদ্ধ নন্দনকানন এক্সপ্রেস। --এএনআই

পুরী-আনন্দ বিহার নন্দনকানন এক্সপ্রেসের চলন্ত ট্রেনে চলল গুলি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার সকালে ভদ্রকের চারাম্পা স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত? এবং দুষ্কৃতীরা কেন এই গুলি চালিয়েছে? তার তদন্ত চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত এর আগে ট্রেনের জানলা লক্ষ্য করে ইট বা পাথর ছোড়ার ঘটনা বহুবার প্রকাশ্যে এসেছে। কিন্তু গুলি ছোড়ার ঘটনা এই প্রথম। এই গুলি চলে পুরীগামী নন্দন কানন এক্সপ্রেসের একটি এসি কামরার জানালা লক্ষ্য করে। ঘটনার কথা স্বীকার করে রেলকর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকাল ৯.২৫ মিনিট নাগাদ নন্দন কানন এক্সপ্রেসটি ভদ্রক স্টেশন ছাড়ে। এরপরই এই ঘটনা ঘটে। যার জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। দূরপাল্লার এই ট্রেনটির এসি কামরার জানলার কাঁচে গুলি লাগার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনটির একটি এসি কোচের কাচের জানলায় গুলি লেগে ফুটো হয়ে গিয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। ঘটনার পর নন্দন কানন এক্সপ্রেসটির সুরক্ষা ব্যবস্থা মজবুত করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আরপিএফ কর্মী। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর ট্রেনটি পুরীর উদ্দেশে রওনা হয়।

পুরীর জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক এসকে বাহিনীপতি বলেন, ‘সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। আমরা খবর পায় যে, ভদ্রক স্টেশন অতিক্রম করার সময় নন্দনকানন এক্সপ্রেসে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এরপর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জিআরপি এবং আরপিএফ ট্রেনটিকে পুরীতে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরপিএফ সহ চারজনের তদন্তকারী দল ঘটনার তদন্তে নিযুক্ত রয়েছে।’