কানাডার গ্যাংস্টার ডাল্লার দুই সহযোগীকে গ্রেপ্তার করল পঞ্জাব পুলিশ

প্রতীকী ছবি।

কানাডার গ্যাংস্টার ডাল্লার দুই সহযোগীকে গ্রেপ্তার করল পঞ্জাব পুলিশ। পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব রবিবার জানিয়েছেন, ফরিদকোটে গুরপ্রীত সিং হরি নাউ হত্যাকাণ্ডে জড়িত কানাডার গ্যাংস্টার আর্শ ডাল্লার দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে পঞ্জাব পুলিশ।

তদন্তে জানা গিয়েছে, গত ৭ নভেম্বর ডাল্লার নির্দেশে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে যশবন্ত সিং গিলকেও খুন করে অভিযুক্তরা। এরপর তারা পঞ্জবে ফিরে আসে। গা ঢাকা দিয়ে থাকলেও শেষরক্ষা হয়নি। খারারের কাছে গ্রেপ্তার হয় তারা। এই দু’জনের গ্রেপ্তারির ফলে রাজ্যে আরও একটি সম্ভাব্য টার্গেট কিলিং এড়ানো গেল। ধৃতদের কাছ থেকে দুটি অত্যাধুনিক অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

গত ৮ নভেম্বর অমৃতসরের কাউন্টার ইন্টেলিজেন্সের (সিআই) কর্মীরা পর্তুগালের গ্যাংস্টার মনপ্রীত সিং ওরফে মন্নু ঘনশামপুরিয়ার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। মার্কিন অপরাধী বলবিন্দর সিং ও প্রভদীপ সিংয়ের সঙ্গে তাদের যোগসূত্র খুঁজে পেয়েছেন তদন্তকারীরা।


ধৃতরা হল অমৃতসরের লাহোরি গেটের বাসিন্দা আদিত্য কাপুর ও গুরুদাসপুরের আকরপুরা গ্রামের বাসিন্দা রবিন্দর সিং। তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক নাইন এমএম গ্লক পিস্তল, দুটি বিদেশি .৩০ বোর পিস্তল, একটি .৩২ বোরের পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ১৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

ডিজি বলেন, গোয়েন্দাদের একটি অভিযানে সিআই অমৃতসরের কর্মীরা গবাদি পশুর বাজারের কাছে মেহতা রোডে একটি চেকপয়েন্ট চালু করে। মোটরসাইকেলে যাওয়ার সময় ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আদিত্য কাপুরের বিরুদ্ধে ১২টি ফৌজদারি মামলা রয়েছে। মার্কিন অপরাধী বলবিন্দর সিং ওরফে দোনি বাল এবং প্রভদীপ সিংয়ের নির্দেশে কাজ করত সে। তারা গ্যাংস্টার গোপী ঘনশামপুরিয়ার ভাই মান্নু ঘনশামপুরিয়ার ঘনিষ্ঠ সহযোগী।

তদন্তে আরও জানা গিয়েছে, ধৃতরা ডোনি বাল এবং মান্নু ঘনশামপুরিয়া দ্বারা পরিচালিত অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল। পঞ্জাবে বড় কোনও অপরাধের ছক ছিল তাদের। ডিজি বলেন, তদন্ত করে এই মামলার সমস্ত মিসিং লিঙ্ক খোঁজা হচ্ছে। অমৃতসরের স্টেট স্পেশাল অপারেশন সেলে (এসএসওসি) অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।