• facebook
  • twitter
Monday, 31 March, 2025

আমার কাছে দপ্তর নয়, পাঞ্জাব গুরুত্বপূর্ণ : ঢালিওয়াল

রবিবার সাংবাদ মাধ্যমের সামনে ঢালিওয়াল বলেন, 'সরকার এখন দপ্তরটি বাতিল করে দিয়েছে। আমরা সবাই পাঞ্জাবকে বাঁচাতে এখানে আছি।'

ফাইল চিত্র

‘আমার কাছে দপ্তর গুরুত্বপূর্ণ নয়, পাঞ্জাব গুরুত্বপূর্ণ। এই দপ্তর আছে কি নেই, তা তা আমাদের এজেন্ডা নয়’, এমনটাই বললেন পাঞ্জাবের দপ্তরহীন মন্ত্রী কুলদীপ সিং ঢালিওয়াল। তিনি বলেন, ‘সরকার এই দপ্তরটি এখন বাতিল করে দিয়েছে। তবে আমরা সবাই পাঞ্জাবকে বাঁচাতে এখানে আছি।’ প্রসঙ্গত, গত প্রায় ২ বছর ধরে অস্তিত্বহীন একটি দপ্তরের দায়িত্বভার নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সরকার। দুর্নীতির অভিযোগে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। আক্রমণ শানাতে ময়দানে নেমে পড়ে বিজেপি ও কংগ্রেস। এরই প্রত্যুত্তরে ঢালিওয়াল মন্তব্য করেন, কোনও সরকারি দপ্তরের চেয়ে তাঁর কাছে পাঞ্জাব বেশি গুরুত্বপূর্ণ।

পাঞ্জাবে আপ সরকারের বিরুদ্ধে অভিযোগ, প্রায় ২ বছর ধরে একটি দপ্তরের অস্তিত্ব না থাকলেও তার দায়িত্বভার ছিল ভগবন্ত মানের মন্ত্রিসভার প্রবীণ ও গুরুত্বপূর্ণ মন্ত্রী কুলদীপ সিং ঢালিওয়ালের হাতে। মুখ্যমন্ত্রী হয়েই ভগবন্ত মান ঘোষণা করেছিলেন, দ্রুত প্রশাসনিক সংস্কার করা হবে। সেই প্রশাসনিক সংস্কার দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল ঢালিওয়ালকে। কিন্তু বাস্তবে সম্প্রতি মানের সরকার প্রশাসনিক স্তরে একাধিক রদবদল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। ২১ জন আইপিএস অফিসারের বদলি, মন্ত্রীদের দপ্তরের রদবদল-সহ নানা পদক্ষেপের কথা আছে সেই বিজ্ঞপ্তিতে। তবে বিতর্কের সূত্রপাত মুখ্যসচিবের দপ্তর থেকে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২০ মাস ধরে ‘প্রশাসনিক সংস্কার সংক্রান্ত দপ্তর’ এবং ‘অনাবাসী বিষয়ক দফতর’ সামলেছেন ঢালিওয়াল। তিনি এখন থেকে শুধু ‘অনাবাসী বিষয়ক দপ্তর’-এর দায়িত্বে থাকবেন। এ কথা জানিয়ে ‘প্রশাসনিক সংস্কার সংক্রান্ত দপ্তর’ বিলুপ্তির ঘোষণাও রয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

প্রশ্ন ওঠে, ২০ মাস ধরে যে দপ্তরের অস্তিত্ব নেই, সেই দপ্তর সামলালেন কীভাবে দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী? রবিবার সাংবাদ মাধ্যমের সামনে ঢালিওয়াল বলেন, ‘সরকার এখন দপ্তরটি বাতিল করে দিয়েছে। আমরা সবাই পাঞ্জাবকে বাঁচাতে এখানে আছি। আমার কাছে দপ্তর গুরুত্বপূর্ণ নয়, পাঞ্জাব গুরুত্বপূর্ণ। এই দপ্তর আছে কি নেই তা আমাদের এজেন্ডা নয়।’ শনিবার সংবাদ মাধ্যমের সামনে পাঞ্জাবের মুখমন্ত্রী মান বলেন, এই দপ্তর শুধু নামের জন্য ছিল , এর কোনও কর্মী বা অফিস ছিল না। এটি সংস্কার আনার জন্য করা হয়। তবে তাঁর সরকার একই ধরণের কাজ বিভিন্ন দপ্তরের সাহায্যে করে। এই একই ধরণের কাজ করা দপ্তরগুলিকে একটি বিভাগে আনার কথা বিবেচনা করা হচ্ছে।