• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পাঞ্জাবে ঝড় তুলতে পারে আপ

বিভিন্ন সমীক্ষক সংস্থার অনুমানের গড় হিসেব করে এনডিটিভি জানিয়েছে, পা ৬৭ টি আসন পেতে চলেছে অরবিন্দ কেজরীওয়ালের দল আম আদমি পার্টি।

পাঞ্জাবে কি এবার আপ ঝড় দেখা যাবে? মুখ্যমন্ত্রী বদল করেও বিপর্যয়ের মুখে পড়তে চলেছে কংগ্রেস?

বুথ ফেরত সমীক্ষায় অন্তত সেরকমই ইঙ্গিত। বুথ ফেরত সমীক্ষা সত্যি হলে পঞ্জাবে মুখ থুবড়ে পড়তে চলেছে বিজেপি-ও।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার করা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভায় ৮৩ টি আসন পেতে পারে আম আদমি পার্টি বা আপ।

এই সমীক্ষা অনুযায়ী, সবথেকে কম ৭৬ থেকে সর্বোচ্চ ৯০ টি আসন পেতে পারে আপ। পঞ্জাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়াজন ৫৯ টি আসন।

অন্য দিকে এই সমীক্ষায় দাবি করা হয়েছে, পঞ্জাবে ক্ষমতাসীন কংগ্রেস পেতে পারে ২৫ টি আসন।

সবথেকে কম ১৯ টি এবং সর্বোচ্চ ২৫ টি আসন কংগ্রেসের ঝুলিতে আসতে পারে বলে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় দাবি করা হয়েছে।

বিজেপি-কে দেওয়া হয়েছে ৩ টি আসন। শিরোমণি অকালি দল ৭ থেকে ১১ টি আসন পেতে পারে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে।

টাইমস নাও ভেটোর সমীক্ষাতেও পঞ্জাবে আপকেই । অনেকটা এগিয়ে রাখা হয়েছে। এই সমীক্ষা অনুযায়ী, পঞ্জাবে আপ পেতে পারে ৭০ টি আসন।

কংগ্রেসকে দেওয়া হয়েছে ২২ টি আসন। শিরোমণি অকালি দল ১৯ টি আসন পেতে পারে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে।

বিজেপিকে দেওয়া হয়েছে ৫ টি আসন। ইন্ডিয়া টিভি- জন কী বাত-এর সমীক্ষাতেও পঞ্জাবে আপ ৬০ থেকে ৮৪ টি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে।

কংগ্রেস ১৮ থেকে ৩১ টি আসন পেতে পারে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে। বিজেপি-কে দেওয়া হয়েছে ৩ থেকে ৭ টি আসন।

শিরোমণি অকালি দল পেতে পারে ১২ থেকে ১৯ টি আসন। একমাত্র সিএনএক্স-এর বুথ ফেরত সমীক্ষায় পঞ্জাবে কংগ্রেসকে অনেকটা এগিয়ে রাখা হয়েছে।

এই সমীক্ষায় কংগ্রেস ৪৯ থেকে ৫৯ টি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। আপ ২৭ থেকে ৩৭ টি আসন পাবে বলে দাবি করেছে সিএনএক্স।

এই সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, শিরোমণি অকালি দল ২০ থেকে ৩০ টি এবং বিজেপি ২ থেকে ৬ টি আসন পেতে পারে।

বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় যে ফলাফলের যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তার গড় হিসেবে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে এনডিটিভি।

এনডিটিভি-র সেই সমীক্ষাতেও পঞ্জাবে এগিয়ে রাখা হয়েছে আম আদমি পার্টিকেই।

বিভিন্ন সমীক্ষক সংস্থার অনুমানের গড় হিসেব করে এনডিটিভি জানিয়েছে, পাঞ্জাবে ৬৭ টি আসন পেতে চলেছে অরবিন্দ কেজরীওয়ালের দল।