• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আফগান ও তালিবান সংঘর্ষে নিহত পুলিৎজার জয়ী ভারতীয় সাংবাদিক

আফগান তালিবান সংঘর্ষে নিহত পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী।আফগান সেনাবাহিনীর সাথে তালিবানদের রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন।

নিহত পুলিজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী (Photo:SNS)

আফগান তালিবান সংঘর্ষে নিহত পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী। গত বৃহস্পতিবার আফগানিস্তানের স্পিন বােলডাক জেলায় আফগান সেনাবাহিনীর সাথে তালিবানদের রক্তক্ষয়ী সংঘর্ষ এর মধ্যে পড়ে গুরুতর জখম হয়েছিলেন। শুক্রবার সকালে আফগান সেনাবাহিনীর শিবিরে মারা যান তিনি।

এই মুহূর্তে আফগানিস্তানের মধ্যে আফগান সেনাবাহিনীর সাথে তালিবানদের যুদ্ধ চলছে। ইতিমধ্যেই ৩৪ টি প্রদেশের মধ্যে ৪৬০ টি জেলার মধ্যে ২০০ টি জেলা দখল করে নিয়েছে তালিবানরা। রক্তক্ষয়ী যুদ্ধের ছবি তুলতে কয়েক দিন আগে মুম্বাই থেকে আফগানিস্তানের কান্দাহারে গিয়েছিলেন তিনি।

নিহত চিত্র সাংবাদিক আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের প্রধান চিত্রসাংবাদিক ছিলেন। নিহত সাংবাদিক ২০১০ সালে জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে সাংবাদিকতা নিয়ে পড়েছিলেন। এর ছয় বছর পর ইরাকে গিয়েছিলেন ছবি তুলতে।

তারপর ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ছবি তুলতে যান তিনি। ২০১৯-২০ সালে হংকং যান তিনি। ২০২০ সালে দিল্লির দাঙ্গার ছবি তুলেছেন। ২০১৮ সালে সাংবাদিকতায় আন্তর্জাতিক পুরস্কার পুলিৎজার পেয়েছিলেন তিনি।