আজাদের জামিনের বিরােধিতা করে পুলিশের কপালে জুটল তিরষ্কার

ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। (Photo: Ravi Shankar Vyas/IANS)

দিল্লির জামা মসজিদে সরকার বিরােধী বিক্ষোভের কারণে উস্কানির জন্য গ্রেফতার হওয়া চন্দ্রশেখরের জামিনের বিরােধিতা করে পুলিশ। এতে আদালত পুলিশকে তিরষ্কার করেছে।

আদালতের বক্তব্য হল জামা মসজিদ তাে আর পাকিস্তানে নয়, বা মসজিদ হলেই সেখানে বিক্ষোভ দেখানাে যাবে না তাও নয়। কারণ বিক্ষোভ দেখানাে সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু সিএএ নিয়ে এই বিক্ষোভের ফলে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদকে সিংহায় মদত দেওয়ার অভিযােগে এক মাস ধরে। সরকারি আইনজীবী বিনা অনুমতিতে বিক্ষোভ সমাবেশের অভিযােগ তােলে।

কিন্তু আদালত ধর্নায় বসা বা প্রতিবাদ করা কোনও ভুল নয় এবং এসব যে সাংবিধানি অধিকারের মধ্যে পড়ে তাও আদালত জানিয়ে দেয়। আর আজাদের সােশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক কিছুই ছিল না বলেও সাফ জানিয়েছে আদালত।


প্রতিবাদ বা বিক্ষোভ দেখাতে গেলে আগে থেকে অনুমতি নিতে হবে বলে পুলিশের যুক্তিকেও আমল দেয়নি আদালত। বিক্ষোভ রুখতে বারবার ১৪৪ জারি করাও যায় না বলে সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা শুনিয়ে দেয় আদালত। সংসদের বাইরে তাে অনেক মুখ্যমন্ত্রীকেও বিক্ষোভে সামিল হতে দেখা যায়।

সরকারি আইনজীবী জানান, আজাদ মসজিদে দাঁড়িয়ে প্ররােচনামুলক মন্তব্য করেছেন, তার ফুটেজ সংগ্রহ করা হয়েছে ড্রোনের মাধ্যমে। সেগুলি আদালতে জমা দেওয়ার জন্য সময় চান সরকারি আইনজীবী। আজাদের দাবি তাঁর বিরুদ্ধে অভিযােগ সব ভুয়াে।