ব্যাঙ্কিং ক্ষেত্রে মুনাফা প্রথমবার ছাপিয়ে গেল ৩ লক্ষ কোটি

ব্যাঙ্কিং ক্ষেত্রে রেকর্ড মুনাফা ভারতের! ভোটের মধ্যেই বড় সুখবর দিলেন মোদী
দিল্লি, ২১ মে– লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণের মধ্যেই ভারতের আর্থিক ক্ষেত্রে খুশির খবর৷ প্রথমবারের মতো ৩ লক্ষ কোটি টাকা ছাডি়য়ে গেল ভারতের ব্যাঙ্কিং খাতের সার্বিক মুনাফা৷ এক সংবাদমধ্যমের প্রতিবেদনকে উদ্ধৃত করে, সুখবরটা দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর মতে, এই সাফল্য ব্যাঙ্কিং সেক্টরে ‘গত ১০ বছরে অসাধারণ পরিবর্তন’-এর ফল৷ দেশের গরিব, কৃষক এবং ক্ষুদ্র ও ছোট-ছোট ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ব্যাঙ্কগুলির স্বাস্থ্যের উন্নতি ঘটায় গরিবরা, কৃষকরা এবং ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীরা৷ তারা এবার আরও সহজে ঋণ পাবেন৷ তিনি বলেন, ‘আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, তখন ইউপিএ-র ফোন-ব্যাঙ্কিং নীতির কারণে আমাদের ব্যাঙ্কগুলি লোকসানে চলছিল এবং ব্যাপক এনপিএ-র সমস্যা নিয়ে ভুগছিল৷ গরিবদের জন্য ব্যাঙ্কের দরজা বন্ধ হয়ে গিয়েছিল৷’
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালে প্রথমবার ব্যাঙ্কিং সেক্টরের মোট মুনাফা ৩ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে৷ ২০২২-২৩ অর্থবর্ষে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলির মোট মুনাফা ছিল ২.২ লক্ষ কোটি টাকা৷ চলতি আর্থিক বছরে, সেই মুনাফা ৩৯ শতাংশ বেডে় ৩.১ লক্ষ কোটি টাকা হয়েছে৷ চলতি বছরে সরকারি ব্যাঙ্কগুলির মোট মুনাফা হয়েছে রেকর্ড ১.৪ লক্ষ কোটি টাকা৷ গত বছরের তুলনায় সরকারি ব্যাঙ্কগুলির মুনাফা বেডে়ছে ৩৪ শতাংশ৷ অন্যদিকে, ২০২৩-এ বেসরকারি ব্যাঙ্কগুলির মোট মুনাফা ছিল ১.২ লক্ষ টাকা৷ চলতি বছরে তা ৪২ শতাংশ বেডে় প্রায় ১.৭ লক্ষ কোটি টাকা হয়েছে৷ অর্থাৎ, সরকারি ও বেসরকারি খাতের ব্যাঙ্কগুলির আয়ের মধ্যে ব্যবধান বেডে়ছে৷
তবে, গত কয়েক বছর ধরে বেসরকারী ব্যাঙ্কগুলির সঙ্গে তাদের মুনাফার ব্যবধান কমাচ্ছিল সরকারি ব্যাঙ্কগুলি৷ ব্যালেন্স শীটগুলি পরিষ্কার করেছিল এবং আয় বৃদ্ধি করেছিল৷ গত তিন বছরে সরকারি ব্যাঙ্কগুলির মোট মুনাফা বেডে়ছে চারগুণেরও বেশি৷ ব্যাঙ্কিং বিশেযজ্ঞদের মতে, পেনশনের জন্য যদি এককালীন বিধান প্রয়োগ না করতে হত, তাহলে ২০২৪-এ সরকারি ব্যাঙ্কগুলির মুনাফা আরও বাড়ত৷ তবে, এবার ব্যাঙ্কিং সেক্টরের মুনাফা ছাপিয়ে গিয়েছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রকেও৷ সাম্প্রতিক কয়েক বছরে দেখা গিয়েছে, আইটি সংস্থাগুলিই সবথেকে বেশি মুনাফা অর্জন করে৷ কিন্ত্ত এই বছর, আইটি সেক্টরকেও ছাপিয়ে গিয়েছে ব্যাঙ্কিং সেক্টরের মুনাফা৷ তালিকাভুক্ত তথ্য় প্রযুক্তি পরিষেবা সংস্থাগুলি ২০২৩-২৪ আর্থিক বছরে প্রায় ১.১ লক্ষ কোটি টাকার লাভ করেছে৷