৫০ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি অফিসগুলাে খােলা থাকবে: উদ্ধব ঠাকরে 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। (File Photo: Twitter | @CMOMaharashtra)

কোভিড সংক্রমণের ভয়াবহতা প্রতিহত করতে উদ্ধব ঠাকরে প্রশাসনের তরফে সমস্ত প্রেক্ষাগৃহ, সভা, ও অফিসগুলােতে আগামি ৩১ মার্চ পর্যন্ত মােট সংখ্যার ৫০ শতাংশ মানুষকে ঢােকার অনুমতি দেওয়া হল।

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ২৫,৮৩৩ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যের মানুষকে সতর্ক করে বলেছিলেন, জনগণ কোভিড নির্দেশিকা মেনে না চললে রাজ্যে ফের কঠোর লকডাউন চালু করা হবে।

আজকের নির্দেশে বলা হয়েছে, ‘বেসরকারি অফিসগুলাে তাদের মােট কর্মী সংখ্যার ৫০ শতাংশ কর্মী নিয়ে অফিসের কাজ সামলাবে। ম্যানুফ্যাকচারিং সেক্টরেও কর্মী সংখ্যা হ্রাস করে অফিস খােলা রাখতে হবে।’


ছ’মাস পর মুম্বইয়ের ধারাভিতে ফের কোভিড সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।