সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন প্রয়াগরাজের সঙ্গম থেকে পবিত্র জল অন্তত ৭৫টি জেলে পাঠানো হবে। তিনি চান সংশোধনাগারের অপরাধীরা সেই জলে শুদ্ধ হয়ে উঠুন। মুখ্যমন্ত্রীর কথামতোই উত্তরপ্রদেশের জেলখানার কয়েদিরা প্রয়াগরাজের মহাকুম্ভের জলে মোক্ষস্নান করলেন। কয়েদিদের জন্য এই বিশেষ ব্যবস্থা করেছিল রাজ্যের কারাগার দপ্তর। যাতে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলে বন্দি প্রায় ৯০ হাজার অপরাধী মহাকুম্ভের জলে স্নানের সুযোগ পেতে পারে।
জানা গিয়েছে, যোগী রাজ্যে ৭৫টি ছোট-বড় জেলখানা রয়েছে। তাতে প্রায় ৯০ হাজার বন্দি রয়েছেন। তাঁদের কেউ বিচারাধীন তো কেউ সাজাপ্রাপ্ত। তাঁদের পুণ্যার্জনের জন্য লখনউ, অযোধ্যা, আলিগড় সহ বিভিন্ন শহরে ত্রিবেণী সঙ্গম থেকে জল তুলে নিয়ে এসেছিলেন কারা দপ্তরের কর্মীরা। সেই জলই ট্যাঙ্কের জলে মিশিয়ে তাঁদের পুণ্যার্জনের ব্যবস্থা করা হয়েছে।
সরকারি সূত্র জানা গিয়েছে, সঙ্গম ত্রিবেণীর জল ছোট ছোট ট্যাঙ্কের জলে মিশিয়ে দেওয়া হয়েছিল। সেই জলেই স্নান করেছেন বন্দিরা। এই পুণ্যস্নানের আগে পুরোহিতও উপস্থিত ছিলেন। বন্দিদের মধ্যে যাঁরা প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন কিংবা পিতৃপুরুষের প্রতি তর্পন করতে চেয়েছেন, পুরোহিত দিয়ে তাঁদের এই কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। লখনউ জেলে এই পুণ্যস্নান অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তরপ্রদেশের কারামন্ত্রী দারা সিং চৌহান। তিনি জানিয়েছেন, প্রায় ৯০ হাজার কয়েদিকে পুণ্যস্নান করানো হয়েছে। পুরো খরচাই দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার।
করামন্ত্রী আরও জানিয়েছেন, ‘উত্তরপ্রদেশ হল প্রথম রাজ্য, যেখানে কারা দপ্তর এই আয়োজন করল। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ মহাকুম্ভে সমবেত হয়েছেন। কিন্তু যাঁরা এই কারাগারে বন্দি হয়ে রয়েছেন, অথচ তাঁদের ভিতরে ভক্তি-বিশ্বাস রয়েছে, তাঁরা তো আর এই চার দেওয়ালের বাইরে যেতে পারবেন না। তাই অফিসারদের সৌজন্যে কুম্ভ থেকে জল এনে পুণ্যস্নানের ব্যবস্থা করতে পেরেছি আমরা।’
উল্লেখ্য, লখনউ জেল ছাড়া আলিগড় জেলে দেখা গিয়েছে, বন্দিরা কলসি করে আনা কুম্ভের জল ছোট ট্যাঙ্কে ভরে দিচ্ছেন। সেখান থেকে নলবাহিত কলে স্নান করছেন অন্য বন্দিরা। আলিগড় জেলের সুপার ব্রিজেন্দ্র সিং যাদব বলেন, রাজ্য সরকারের নির্দেশে এই স্নানপর্বের আয়োজন করা হয়েছে। হিন্দু ছাড়া অন্য ধর্মের বন্দিরাও এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মুসলিমরাও উৎসাহের সঙ্গে জল আনা-ভরার কাজ করেছেন। সুন্দরভাবে এই স্নানপর্ব মিটেছে। অযোধ্যার জেল সুপার উদয়প্রতাপ মিশ্র বলেন, তাঁর জেলের প্রায় ৭৫৭ জন পবিত্রস্নান করেছেন।