দিল্লি , ৭ এপ্রিল – দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল স্টেশন সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। হায়দরাবাদ শহরের গুরুত্বপূর্ণ স্টেশন সেকেন্দ্রাবাদ। এই স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু হবে। সেই কাজের সূচনা করে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৮ এপ্রিল শনিবার হায়দরাবাদ যাবেন তিনি । তখনই এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে থাকা গুরুত্বপূর্ণ স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার কাজ চলছে।
২০২১ সালের জুলাই মাসে গুজরাতের গান্ধীনগর ক্যাপিটাল রেলওয়ে স্টেশনকে নতুন রূপ দেওয়ার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২১ সালের নভেম্বরে ভোপালের কানি কমলাপতি স্টেশনের পুনর্গঠনের কাজের সূচনা করেন প্রধানমন্ত্রী। ২০২২ সালের মে মাসে চেন্নাই এগমোর, রামেশ্বরম, কাটপাডি, কন্যাকুমারি এবং মাদুরাইয়ের মতো তামিলনাড়ুর একাধিক স্টেশন পুনর্গঠন ও বিকাশের কাজেরও উদ্বোধন করেন মোদি। ২০২২ সালের জুন মাসে গুজরাতের উধনা, সুরাট, সোমনাথ এবং সবরমতী স্টেশনকে সাজিয়ে তোলার কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই একইসময়ে কর্নাটকের বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট ও যশবন্তপুর স্টেশনেও কাজ শুরু হয়ে যায়। এর পাশাপাশি বিশ্বেশ্বরা রেলস্টেশনকে বিমানবন্দরের ঢঙে সাজিয়ে তোলার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। দেশের প্রথম বাতানুকুল স্টেশন হিসাবে বেঙ্গালুরুর এই রেলওয়ে স্টেশনকে গড়ে তোলার কাজ চলছে।
গত ২ বছরে দেশের বিভিন্ন রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনকে নতুন ভাবে সাজিয়ে তোলার কাজের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২ সালের জুলাই মাসে রাঁচী স্টেশনের কাজের সূচনা করেন মোদী। ২০২২ সালের সেপ্টেম্বরে কেরলের এর্নাকুলাম, এর্নাকুলাম টাউন এবং কোল্লাম স্টেশনে কাজ শুরু হয়। একই মাসে নয়াদিল্লি ও আহমেদাবাদ স্টেশনকে সাজিয়ে তোলার কাজেরও সূত্রপাত ঘটান প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনকে সাজিয়ে তোলার কাজেরও সূচনা করেছিলেন মোদী।