রাজ্যসভার বিদায়ী সাংসদদের সংবর্ধনা জানালেন প্রধানমন্ত্রী মোদি। আজ রাজ্যসভার ৭২ জন প্রবীণ সাংসদ অবসর গ্রহণ করলেন।
তিনি বলেন, ‘এটা বিদায়ী সংবর্ধনা। বাংলায় বা গুজরাতি ভাষায় যেমন বলা হয় আমি আসছি বা আও জো–ঠিক এভাবেই আমরা রাজ্যসভার বিদায়ী সাংসদদের বলতে চাই ফিরে আসবেন।
তিনি বলেন ‘একগুচ্ছ অভিজ্ঞ সাংসদ যখন রাজ্যসভা থেকে অবসর নেন, তখন ফাঁকা ফাঁকা লাগবে-এটাই স্বাভাবিক।
মনে রাখতে হবে কখনো কখনো শিক্ষার চেয়ে অভিজ্ঞতার মূল্য অনেক বেশি হয়। অভিজ্ঞতা এমনই জিনিষ, যা বড় বড় সমস্যার সমাধান করে ফেলতে পারে এক নিমেষে। ফলে ভুল কম হবার সম্ভাবনা থাকে।
এখন যারা রাজ্যসভায় রয়েছেন, তাঁদের দায়িত্ব অনেকাংশে বেড়ে গেল। তাঁদের অভিজ্ঞতা সংসদের উচ্চকক্ষের কাজকর্মকে এগিয়ে নিয়ে যাবে।
আজ যারা অবসর গ্রহণ করলেন, তাঁদের থেকে যে শিক্ষা অর্জন করেছি, সেগুলোও ব্যবহার করতে হবে।
চার দেওয়ালের ঘেরাটোপে আমরা একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছি। বৈচিত্র্য দেখতে পেয়েছি। রাজ্যসভা থেকে আমরা যা পেয়েছি, ততটা দিতে পারিনি’।