তবে যাঁদের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, তাঁরা এই স্কিমে আবেদনের যোগ্য নন। আইআইটি, এনআইটি এবং আইআইএম থেকে পাশ করা পড়ুয়ারা এই স্কিমে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন না। এমবিএ, সিএস, সিএ এবং এমবিবিএস গ্রাজুয়েটরা এই স্কিমে আবেদন করতে পারবেন না। এই মুহূর্তে রাজ্য কিংবা কেন্দ্রীয় কোনও স্কিমের অধীনে ইন্টার্নশিপ করলেও আবেদন করা যাবে না। এছাড়া এনএটিএস কিংবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোমোশন স্কিমের অধীনে অ্যাপ্রেন্টিসশিপ করা হয়ে থাকলে আর এই স্কিমে আবেদন করা যাবে না। ২০২৩-২৪ অর্থবর্ষে যদি আবেদনকারী বা তাঁর স্ত্রী কিংবা পিতামাতার বার্ষিক আয় ৮ লক্ষের বেশি হয়, তাহলে এই স্কিমে আবেদন করা যাবে না। পরিবারের কেউ কেন্দ্র কিংবা রাজ্য সরকারের স্থায়ী কর্মী হন , তবে এই স্কিমে আবেদন করতে পারবেন না।
জানা গিয়েছে, পিএম স্কিমের এই পোর্টালটি ১২ অক্টোবর বিকেল ৫ টায় খোলার পর ১ দিনের মধ্যেই রেজিস্টার্ড প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ লক্ষ ৫৫ হাজার ৫০৯-এ। ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এল অ্যান্ড টি , জুবিল্যান্ট ফুডওয়ার্কস, মুথুট ফাইন্যান্স, আইশার মোটরস, মারুতি সুজুকির মতো অনেক বড় সংস্থা। বিশেষ করে সুযোগ পাচ্ছেন ফ্রেশাররা , যাঁদের এখনও পর্যন্ত কাজের কোন অভিজ্ঞতা নেই। দেশের ৫০০টি সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন যুবক-যুবতীরা। দেশের ৭৩৭টি জেলায় ২৪টি সেক্টরে এই ইন্টার্নশিপ করা যাবে।