• facebook
  • twitter
Thursday, 31 October, 2024

দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে লিখেছেন, দীপাবলির এই শুভদিনে আমি ভারতে এবং বিদেশে বসবাসকারী সমস্ত ভারতীয়দের আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

দেশবাসীর উদ্দেশে তাঁর বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, দীপাবলি সুখ ও আনন্দের উৎসব। এই উৎসব অন্ধকারের উপর আলোর জয় এবং অধর্মের উপর ন্যায়ের জয় উদযাপন করে। এই উৎসবটি ভারত এবং বিদেশের প্রচুর মানুষশ অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। এই উৎসব উজ্জ্বল ভবিষ্যতের দিশারী।

রাষ্ট্রপতি লিখেছেন, দীপাবলির শুভদিনে আমাদের বিবেককে আলোকিত করার এবং প্রেম-সামাজিক সম্প্রীতির মতো ভালো অভ্যাসগুলি গ্রহণ করার সংকল্প করা উচিত। এই উৎসবটি বঞ্চিত ও দরিদ্রদের সাহায্য করার এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার একটি সুযোগ। আসুন আমরা ভারতের গৌরবময় সংস্কৃতির জন্য গর্বিত হই। একটি সুস্থ, সমৃদ্ধ ও সংবেদনশীল সমাজ গঠনের শপথ নিই এবং দূষণমুক্ত দীপাবলি উদযাপন করি।

এক্স হ্যান্ডেলে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, সকল দেশবাসীকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আলোর এই ঐশ্বরিক উৎসবে, আমি সকলের সুস্থ, সুখী এবং ভাগ্যবান জীবন কামনা করি। মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের আশীর্বাদে সকলের মঙ্গল হোক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, সকল দেশবাসীকে আলোর উৎসব দীপাবলির শুভেচ্ছা। আলোর এই উৎসব আপনাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি।

সর্দার বল্লভভাই প্যাটেলেরও জন্মবার্ষিকী আজ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর জন্মবার্ষিকীতে আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। জাতির ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষাই ছিল তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্যে। তাঁর ব্যক্তিত্ব ও কাজ দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে।