অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নি‍বেদন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি     দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রদ্ধা জানালেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়–সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা৷ শুক্রবার সকালে তাঁর সমাধিস্থল ‘সদৈব অটল’-এ গিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ অন্যান্যরা ৷
 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী ‍বাজপেয়ীর প্রয়াণ বার্ষিকীতে একটি  পোস্ট করেন ৷    “পুণ্য তিথিতে অটলজিকে আমার শ্রদ্ধা জানাই৷ দেশ গড়ার ক্ষেত্রে তাঁর অবিস্মরণীয় অবদানের জন্য অগণিত মানুষ  তাঁকে  স্মরণে রাখবে৷ আমাদের নাগরিকরা সুন্দর জীবন অ্তি‍বাহিত করুন,  এই বিষয়টি নিশ্চিত করতে তিনি সারা জীবন   উৎসর্গ  করেছেন৷   ভারত নিয়ে তাঁর স্বপ্ন পূরণে আমরা কাজ করে যাব ৷” প্রধানমন্ত্রী আরও জানান, তিনি সকালে অন্য বিশিষ্টদের সঙ্গে ‘সদৈব অটল’-এ গিয়েছিলেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন ৷


অটল বিহারী বাজপেয়ী প্রথম জীবনে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে যোগ দেন৷ পরে তিনি
এই সংগঠনের সক্রিয় সদস্য হয়ে ওঠেন৷ ‍বাজপেয়ী প্রথমবার প্রধানমন্ত্রী হন ১৯৯৬ সালে ৷ ১৯৯৮ সাল  থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ১৩ মাস প্রধানমন্ত্রী ছিলেন তিনি ৷ উল্লেখযোগ্য হল, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীনই পাকিস্তানের সঙ্গে কার্গিল যুদ্ধ হয়েছিল৷ এরপরই দেশে ফের লোকসভা নির্বাচন হয়৷ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসে এনডিএ সরকার ৷ বিজেপির নেতৃত্ব গঠিত সরকারের প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী ৷