গর্ভবতীরাও টিকা নিতে পারবেন, জানাল কেন্দ্র 

প্রতীকী ছবি (File Photo: iStock)

করােনা টিকা নেওয়ার ক্ষেত্রে গর্ভবতী মহিলা’দের কোনাে সমস্যা নেই বলে জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই পদক্ষেপে সায় দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। 

গর্ভবতী মহিলাদের জন্য করােনা টিকা অত্যন্ত প্রয়ােজনীয় সে কারণে এই টিক তাদের দেওয়া উচিত। 

শুক্রবার দিল্লিতে টিকা নিয়ে বিশেষ সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানে আইসিএমআরের ডিরেক্টর বলরাম ভাৰ্গব জানান গর্ভবতী মহিলাদের টিকা দেওয়া যাবে এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা জারি করেছে। 


গর্ভবতী মহিলাদের করােনা টিকা দেওয়ার অনুমতি দেওয়া হলেও শিশুদের টিকাকরণ নিয়ে এখনও কেন্দ্র কোনাে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। এ প্রসঙ্গে বলরাম ভার্গব জানিয়েছেন শিশুদের আদৌ করােনা টিকার প্রয়ােজন কিনা তা নিয়ে আলােচনা চলছে। 

এখনও পর্যন্ত বিশ্বের একটি মাত্র দেশ শিশুদের করােনা টিকা দিচ্ছে। ফলে উত্তর না মেলা পর্যন্ত শিশুদের টিকাকরণ হচ্ছে না। তবে দুই থেকে আঠারাে বছর বয়সীদের টিকাকরণ কতটা নিরাপদ তা সেপ্টেম্বরের মধ্যেই জানা যাবে।