মহাকুম্ভে একসঙ্গে ভজন গাইলেন রাশিয়া-ইউক্রেনের সাধুরা

নিজস্ব চিত্র

উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলছে। বৃহস্পতিবার মহাকুম্ভের ১১-তম দিন। ইতিমধ্যেই কোটি কোটি ভক্ত মহাকুম্ভের সঙ্গমে পৌঁছে পুণ্যস্নান সেরেছেন। শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, বিদেশ থেকেও ভক্তরা আসছেন মহাকুম্ভে স্নান করতে। সেই পুণ্যস্নানের ছবি ও ভিডিও প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে সোশাল মিডিয়ায়।

মহাকুম্ভ থেকে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে রাশিয়া এবং ইউক্রেনের সাধুদের একসঙ্গে কীর্তন করতে দেখা যাচ্ছে। বিদেশ থেকে আসা এক ভক্ত সেই ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, সবাই হাতজোড় করে প্রার্থনা করছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। উভয় দেশই যেখানে একে অপরের শত্রু, সেখানে মহাকুম্ভে দুই দেশের নাগরিকদের মধ্যে বন্ধুত্বের ছবি ধরা পড়েছে।

মহাকুম্ভে দুই দেশের মানুষ একই জায়গায় দাঁড়িয়ে হাতজোড় করে প্রার্থনা করছেন। মহাকুম্ভের শ্রী পঞ্চদশনাম জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী বিষ্ণুদেবানন্দের শিবিরে এই দৃশ্য দেখা গিয়েছে। মহামণ্ডলেশ্বর স্বামী বিষ্ণুদেবানন্দের শিবিরে প্রতিদিন ভক্তদের ভজন-কীর্তন গাইতে এবং শিবের প্রশংসা করতে দেখা যায়।


বিষ্ণুদেবানন্দ নিজে ছিলেন ইউক্রেনের বাসিন্দা। ভারতের ব্রহ্মলিন মহামণ্ডলেশ্বর সোমনাথের কাছ থেকে তিনি দীক্ষা নেন এবং নাগা সন্ন্যাসী হন। তিনি সনাতন ধর্ম সম্প্রদায়ের নামে মহাকুম্ভে একটি শিবিরের আয়োজন করেছেন। এতে বিদেশি ভক্তরা অংশগ্রহণ করেন। শুধু রাশিয়া ও ইউক্রেন থেকে নয়, বহু দেশ থেকে ভক্তরা মহাকুম্ভে আসছেন।