বিহার উপনির্বাচনে স্কুল ব্যাগ প্রতীক পেল ভোটকুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। নির্বাচন কমিশনের তরফে পিকের দলকে এই প্রতীক দেওয়া হয়। এই তথ্য জানিয়েছেন জন সুরাজ পার্টির প্রধান মুখপাত্র সঞ্জয় কুমার ঠাকুর।
নভেম্বর বিহারের চারটি কেন্দ্রে উপনির্বাচন। সবকটি কেন্দ্রেই প্রার্থীক দিয়েছে জন সুরাজ পার্টি। রামগড় আসনে সুশীল সিং কুশওয়াহা, তারারি আসনে কিরণ দেবী, বেলাগাঞ্জ আসনে মহম্মদ আমজাদ এবং ইমামগঞ্জ (সংরক্ষিত) আসনে জিতেন্দ্র পাসোয়ানকে টিকিট দিয়েছে তারা। চারটি কেন্দ্রেই স্কুল ব্যাগ চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন ঠাকুর।
তিনি বলেন, এই নির্বাচনী প্রতীক দল ভোটারদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত স্কুল ব্যাগ। ফলে এই প্রতীকের মাধ্যমে একদিনে যেমন শিক্ষা-কেন্দ্রিক বার্তা দেওয়া যাবে, ঠিক তেমনই মানুষের সঙ্গে একাত্ম হওয়ার বিষয়টিও সহজে সম্ভবপর হবে।
বিহারের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের ওপর জোর দিয়েছেন প্রশান্ত কিশোর। একই সঙ্গের রাজ্যের মদ নিষিদ্ধকরণ নীতি থেকে প্রাপ্ত তহবিল ব্যবহার সহ শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর পক্ষে পরামর্শ দিয়েছেন তিনি। সমস্ত পরিবারই যাতে সন্তানদের শিক্ষাকে অগ্রাধিকার দেয়, সেটাই সুনিশ্চিত করতে চাইছেন তিনি।
বিহারে তারারি, রামগড়, বেলাগঞ্জ ও ইমামগঞ্জ এই চার আসনে উপনির্বাচন হবে আগামী ১৩ নভেম্বর। ফলাফল ঘোষণা করা হবে ২৩ নভেম্বর। এই চার কেন্দ্রের বিদায়ী বিধায়করা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছে গত লোকসভা নির্বাচনে। তাই এই চার বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হচ্ছে।
চলতি বছর ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল ‘জন সুরাজ পার্টি’। আগামী বছর বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে সমস্ত আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে ময়দানে নেমেছে এই দল। এই দলের মূল তিনটি উদ্দেশ্য হল – গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়ন, প্রভাবহীন স্বচ্ছ নির্বাচন, বিহারকে দেশের সেরা ১০ রাজ্যে নিয়ে আসা।