ফের টার্গেট প্রশান্ত বিহার, বিস্ফোরণে কাঁপল দিল্লি 

ফের বিস্ফোরণের ঘটনা ঘটল রাজধানীতে। দিল্লির প্রশান্ত বিহারে পিভিআর কমপ্লেক্সের কাছে বিস্ফোরণ হয়।  হতাহতের কোনও খবর মেলেনি।  তবে একমাসের মধ্যে একই এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের খবর পেয়ে  পুলিশ ও দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কোনও কিছু থেকে এই বিস্ফোরণ, নাকি এর সঙ্গে কোনও নাশকতামূলক ষড়যন্ত্র জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখন রাজধানীতে সংসদের অধিবেশন চলছে। সেই সময় আবার বিস্ফোরণের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের। প্রসঙ্গত, প্রশান্ত বিহারে সিআরপিএফ স্কুলের কাছে বিস্ফোরণের এক মাস পর এটি দ্বিতীয়বার বিস্ফোরণের ঘটনা ঘটল।
 
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটা নাগাদ দিল্লির প্রশান্ত বিহার এলাকায় পিভিআর সিনেমা হলের কাছে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণটি যথেষ্ট শক্তিশালী ছিল বলে জানা গিয়েছে।  তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।পুলিশ  জানিয়েছে, একটি মিষ্টির দোকানের পাশে পার্কের সীমানা প্রাচীরের সামনে বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল থেকে পাউডার জাতীয় কিছু বস্তু পাওয়া যায়। 
 
গত ২২ অক্টোবর প্রশান্ত বিহার এলাকাতেই সিআরপিএফ স্কুলের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে।  সেটি এতটাই শক্তিশালী ছিল যে সচলের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও আশেপাশের কিছু দোকানও ক্ষতির মুখে পড়ে।  যদিও তখনও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে  সে বারও বিস্ফোরণস্থল থেকে সাদা পাউডার উদ্ধার হয়েছিল। পুলিশ সূত্রে দাবি, সেই একই জিনিসই মিলেছে পিভিআর সিনেমা হলের কাছের ঘটনাস্থল থেকে।

প্রশান্ত বিহারে স্কুলের কাছে বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। বিস্ফোরণের তদন্ত করছে এনআইএ। সেই ঘটনার পর ফের এক মাসের মধ্যে একই এলাকায় বিস্ফোরণ।