মোদি-রাহুলকে ‘মনুস্মৃতি’ পুডি়য়ে ফেলার দাবি জানালেন আম্বেদকরের নাতি

দিল্লি, ১৩ জুলাই– ভারতের সংবিধান রূপকার বাবাসাহেব আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর শনিবার এমনই দাবি করলেন যে অস্বস্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷  প্রকাশ আম্বেদকর এদিন বলেন, মোদি-রাহুল যদি সংবিধানকে ভালোবাসেন, তাহলে তাঁরা যেন ‘মনুস্মৃতি’ পুডি়য়ে ফেলেন৷ প্রকাশ আম্বেদকর এই দাবি যে বিজেপি ও কংগ্রেস দুই শিবিরের কাছেই মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷

প্রসঙ্গত, প্রকাশের এই দাবিতে সংবিধান রক্ষা ও আম্বেদকরের স্বপ্নের সংবিধানের মর্যাদা ক্ষুণ্ণ করা নিয়ে বিজেপি-কংগ্রেসে যে দডি় টানাটানি চলছে তাতে বিরাম পড়বে বলেই রাজনৈতিক মহলের মত৷ লোকসভা ভোটের আগে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাক্তন কংগ্রেস প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জারি করা জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে বারবার বিঁধেছেন গান্ধি পরিবারের উত্তরসূরি রাহুলকে৷ অন্যদিকে, রাহুল গান্ধিসহ কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বিজেপির আমলে সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার কেডে় নেওয়ার অভিযোগ তুলেছে৷

প্রসঙ্গত, গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী বছর থেকে ২৪ জুন ভারত সরকার সংবিধান হত্যা দিবস পালন করবে৷ ১৯৭৫ সালের ওই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি দেশে জরুরি অবস্থা জারি করে নাগরিকদের সাংবিধানিক অধিকার কেডে় নিয়েছিলেন৷


তবে মোদির পালটা দিতে ছাড়েনি কংগ্রেসও৷ ২৪ জুনের পাল্টা আগামী বছর থেকে ৪ জুন দেশে ‘মোদি মুক্তি দিবস’ পালন করবে কংগ্রেস৷ এ বছর ওই দিনে লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়৷ চারশো পার দূরে থাক তিনশোর গণ্ডিই পেরতে পারেনি পদ্ম শিবির৷ ২৪০ আসন পেয়ে খুশি থাকতে হয়েছে নরেন্দ্র মোদির দলকে৷ কংগ্রেস বিজেপির এই ফলকেই দেশের জন্য মোদী মুক্তি বলে মনে করছে৷

এক্সবার্তায় আইনজীবী-রাজনীতিক ও সমাজকর্মী প্রকাশ লিখেছেন, বিজেপি এবং কংগ্রেস দুই দলই সংবিধানকে হত্যা করেছে৷ প্রান্তিক, বঞ্চিত, পিছিয়ে পড়া জাতিকে ও সম্প্রদায়কে শুষে নিয়েছে৷ বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতিতে এই দুই দলই সংবিধানের মর্যাদা ধুলোয় মিশিয়েছে৷ বাবাসাহেবের যে আদর্শ ও মূল্যবোধ সংবিধানকে উজ্জ্বল করেছিল, তাকে দূষিত করেছে বিজেপি এবং কংগ্রেস, বলেন প্রকাশ আম্বেদকর৷