• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ডিজিটাল প্রচারে ৩৭ কোটি ঢেলে এগিয়ে বিজেপি! ৩০০ গুন পিছিয়ে কংগ্রেস

দিল্লি, ৯ মার্চ– করোনা কালে ফোনই একমাত্র মাধ্যম ছিল মানুষের কাছে গোটা দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখার৷ এই ফোনের মাধ্যমেই এখন ডিজিটাল ব্যবসা রমরমা৷ অনলাইনের দৌলতে কম সময়ের মধ্যে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়৷ যা বুঝেছে রাজনৈতিক দলগুলিও৷ তাই মিটিং, মিছিলের পাশাপাশি বিগত কয়েক বছর ধরে ডিজিটাল প্রচারে জোর দিয়েছে রাজনৈতিক দলগুলি৷ লোকসভা ভোট প্রায় দোরগোড়ায়

দিল্লি, ৯ মার্চ– করোনা কালে ফোনই একমাত্র মাধ্যম ছিল মানুষের কাছে গোটা দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখার৷ এই ফোনের মাধ্যমেই এখন ডিজিটাল ব্যবসা রমরমা৷ অনলাইনের দৌলতে কম সময়ের মধ্যে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়৷ যা বুঝেছে রাজনৈতিক দলগুলিও৷ তাই মিটিং, মিছিলের পাশাপাশি বিগত কয়েক বছর ধরে ডিজিটাল প্রচারে জোর দিয়েছে রাজনৈতিক দলগুলি৷

লোকসভা ভোট প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে৷ সেই নির্বাচনে এবার দলগুলির বিশেষ নজরে ডিজিটাল প্রচার৷ এই ডিজিটাল প্রচারে দলগুলি প্রচুর খরচ করেছে বলেই খবর৷ এ ব্যাপারে রাজনৈতিক দলগুলি ডিজিটাল প্রচারে কে কত টাকা ঢেলেছে, তা নিয়ে সম্প্রতি সমীক্ষা করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম৷ ওই সমীক্ষা অনুযায়ী, মেটা এবং গুগলে গত তিন মাসে বিজ্ঞাপন বাবদ ভারতের রাজনৈতিক দলগুলির মোট খরচের পরিমাণ ১০২.৭ কোটি টাকা!

কোন দল এই খরচে এগিয়ে আবার কোন দল পিছিয়ে তাও প্রকাশ পেয়েছে এই সমীক্ষায়৷ জানা গিয়েছে, ডিজিটাল প্রচার খরচে শীর্ষে রয়েছে বিজেপি৷ সমীক্ষায় দাবি করা হয়েছে, গত তিন মাসে অনলাইন প্রচারে বিজেপি ব্যয় করেছে ৩৭ কোটি টাকারও বেশি৷ সেখানে কংগ্রেস খরচ করেছে ১২.২ লক্ষ টাকা৷ অর্থাৎ বিজেপির চেয়ে প্রায় ৩০০ গুণ কম! এর মধ্যে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রচারে কংগ্রেস ব্যয় করেছে ৫.৭ লক্ষ টাকা৷ অনলাইন খরচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস পার্টি৷ তারা ব্যয় করেছে ৪ কোটি৷ ওডি়শার বিজু জনতা দল প্রচারে ব্যয় করেছে ৫১ লক্ষ টাকা৷ গত তিন মাসে অন লাইন প্রচারে তৃণমূল ব্যয় করেছে ২৭ লক্ষ টাকা৷