• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ছত্তিশগড়ে পুলিশ- মাওবাদী সংঘর্ষ, ১ পুলিশ কর্মীর মৃত্যু, মৃত্যু হয়েছে ১ মাওবাদীরও

রাইপুর, ৩ ফেব্রুয়ারি – পুলিশ- মাওবাদী সংঘর্ষে ফের এক পুলিশকর্মীর মৃত্যু হল ছত্তিশগড়ে। মৃত্যু হয়েছে এক মাওবাদীরও। রবিবার কানকের জেলায় পুলিশ-মাওবাদী এনকাউন্টার চলাকালীন এ ঘটনা ঘটে।  পুলিশ সূত্রে জানা গেছে, ছোটবেঠিয়া থানা এলাকার হিদুর গ্রাম লাগোয়া জঙ্গলে অভিযান চালায় যৌথ বাহিনী। সেই সময় হামলা চালায় মাওবাদীরাও ।  পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হিদুরের জঙ্গলে ঢুকেছিল

রাইপুর, ৩ ফেব্রুয়ারি – পুলিশ- মাওবাদী সংঘর্ষে ফের এক পুলিশকর্মীর মৃত্যু হল ছত্তিশগড়ে। মৃত্যু হয়েছে এক মাওবাদীরও। রবিবার কানকের জেলায় পুলিশ-মাওবাদী এনকাউন্টার চলাকালীন এ ঘটনা ঘটে।  পুলিশ সূত্রে জানা গেছে, ছোটবেঠিয়া থানা এলাকার হিদুর গ্রাম লাগোয়া জঙ্গলে অভিযান চালায় যৌথ বাহিনী। সেই সময় হামলা চালায় মাওবাদীরাও । 

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হিদুরের জঙ্গলে ঢুকেছিল পুলিশ ও আধা সামারিক বাহিনী। আচমকাই বাহিনীর উপর পালটা হামলা চালায় মাওবাদীরা। দুপক্ষের একটানা এনকাউন্টার চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক পুলিশকর্মীর। ছত্তিশগড় পুলিশের কনস্টেবল রমেশ কুরেঠির মৃত্যু হয়। মাওবাদীরা গভীর জঙ্গলে পালিয়ে যাওয়ার পর তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় এক মাওবাদীর দেহ। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ওই এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করা তল্লাশি অভিযান জারি রেখেছে যৌথ বাহিনী।

গত জানুয়ারি মাসে ছত্তিশগড়-মধ্যপ্রদেশ সীমান্তের কাছে টেকালগুদিয়াম গ্রামে অভিযান চালানো সময় মাওবাদীদের গুলিতে তিন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ১৪ জন।