• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

কুম্ভে ধৃত যৌন হেনস্থায় অভিযুক্ত শিক্ষক

সাধু সেজে অভিযান পুলিশের

নিজস্ব চিত্র

যত কাণ্ড মহাকুম্ভে। ভোপালের সুখী সেওয়ানিয়া গ্রামের স্কুলে যৌন হেনস্থার ঘটনায় আত্মহত্যা করে এক ছাত্রী। ৩১ জানুয়ারি নাবালিকার আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছিলো। তদন্তে নেমে পুলিশ নীতীশ কুমার দুবেকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। তাঁর বিরুদ্ধে ওই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। ভারতীয় দণ্ডবিধির ১০৭ ও ৭৪ বিএনএস ধারা-সহ পকসো আইনের ধারাতেও মামলা করা হয়।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। ২৫ জানুয়ারি রাতে তিনি বাড়িতে বিষ খেয়েছিলেন। হাসপাতালে ভর্তি করানো হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যুর আগে সে বাবাকে জানিয়েছিল, স্কুলের এক শিক্ষক তাকে ক্লাসে যৌন হেনস্থা করেছেন।

গ্রামীণ এসপি প্রমোদ কুমার সিনহা ওই ব্যক্তিকে ধরার জন্য ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেন। প্রথমে পুলিশ তাঁর গ্রামের বাড়ি বিহারে গিয়ে জানতে পারে তিনি পালিয়েছেন কুম্ভমেলায়। পুলিশও সেখানে গিয়ে উপস্থিত হয়।

মেলায় খোঁজখবর করে জানা যায়, অভিযুক্ত সাধুর ছদ্মবেশে ভিড়ের মধ্যে লুকিয়ে আছে। পুলিশও সাধু সেজে তাঁকে খুঁজতে শুরু করে। এরপরেই প্রয়াগরাজ থেকে অভিযুক্ত শিক্ষক পুলিশের চোখে ধুলো দিয়ে নিজের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। তখনই পথে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।