• facebook
  • twitter
Thursday, 26 December, 2024

সার্ভিস রাইফেল দিয়ে চালককে ঝাঁঝরা করে আত্মঘাতী পুলিশ কনস্টেবল

পুলিশের অনুমান, ওই চালক হেড কনস্টেবলের ভাই ছিলেন।

ঘটনার তদন্তে পুলিশ। ছবি: সংগৃহীত।


নিজেদের গাড়ির চালককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলিতে ঝাঁঝরা করে দিলেন পুলিশের হেড কনস্টেবল। তারপরে নিজেকেও গুলি করে শেষ করে দিলেন তিনি। এমনটাই হয়েছে জম্মু-কাশ্মীরের উধমপুর অঞ্চলে।

সূত্র মারফৎ জানা গিয়েছে, পুলিশের ওই হেড কনস্টেবল এবং আরও কিছুজন কর্মী পুলিশি গাড়িতে করে যাচ্ছিলেন প্রশিক্ষণের জন্য। উত্তর কাশ্মীরের সোপোর থেকে তাঁরা যাত্রা শুরু করেছিলেন। তাঁদের গন্তব্য ছিল রিয়াসি জেলার তালওয়ারা অঞ্চলের প্রশিক্ষণ শিবির।

মাঝপথে হঠাৎই আত্মঘাতী কনস্টেবলের সঙ্গে বচসা বাধে চালকের। ক্ষিপ্ত হয়ে নিজের একে-৪৭ সার্ভিস রাইফেল থেকে চালকের উপর গুলি চালাতে থাকেন তিনি। তারপর নিজের দিকে রাইফেল ঘুরিয়ে গুলি করে আত্মঘাতী হন। উধমপুরের রেহেমবাল চত্বরের কালী মন্দিরের সামনে ঘটনাটি ঘটে।

গাড়িতে ওই সময়ে উপস্থিত ছিলেন আরও এক পুলিশ কনস্টেবল। ওই হেড কনস্টেবল এবং চালকের মধ্যে ঠিক কী হয়েছিল, তা তাঁকে জেরা করে জানবার চেষ্টা করছে পুলিশ।

উধমপুর পুলিশের সিনিয়র এসপি আমোদ অশোকের বক্তব্য, ওই ২ মৃত পুলিশকর্মীই সোপোরে পোস্টেড ছিলেন। নিজেদের মধ্যে বিবাদের কারণে হেড কনস্টেবল তাঁর সার্ভিস রাইফেল দিয়ে এই ঘটনাটি ঘটান। তবে, কী কারণে দুজনের মধ্যে বচসা বাধে, তা জানতে পারেনি পুলিশ। পুলিশের অনুমান, ওই চালক হেড কনস্টেবলের ভাই ছিলেন। কী হয়েছে তা বিশদে জানতে পুলিশি তদন্ত জারি রয়েছে।