• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রীর আহ্বান দেশবাসীর কাছে, উত্‍‌সবে জওয়ানদের জন্য প্রদীপ জ্বালান’

'মন কি বাত' নামক মাসিক অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী গোটা দেশের নিরাপত্তারক্ষী এবং সাহসী জওয়ানদের পাশে গোটা দেশের দৃঢ় ভাবে দাঁড়িয়ে থাকার কথা বলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।(ছবি-টুইটার/@BJP4India)

বিশ্বব্যাপি করোনা ভাইরাসের আতঙ্কে জনজীবন ব্যতিব্যস্ত।  তারই মাঝে সামান্য হলেও করোনা নিয়মবিধি মোড়া উৎসব পালন দেশবাসীর কাছে একটু স্বস্তির বাতাস বয়ে এনেছে। যদিও দেশের বিভিন্ন জায়গায় নিয়মবিধি থিক মতন না মেনে উৎসবে গাঁ ভাসাচ্ছেন অনেকেই এবং তা নিয়ে প্রশাসন কড়া পদক্ষেপও নিচ্ছে।

করোনা পরিস্থিতিতে উৎসব উৎযাপনের মাঝে দেশের সৈনিকদের এবং জওয়ানদের জন্য দেশবাসীকে প্রদীপ জ্বালানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

‘মন কি বাত’ নামক মাসিক অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী গোটা দেশের নিরাপত্তারক্ষী এবং সাহসী জওয়ানদের পাশে গোটা দেশের দৃঢ় ভাবে দাঁড়িয়ে থাকার কথা বলেন।

 শুধু তাই নয় তিনি দেশবাসীকে দশেরার শুভেচ্ছা জানান তার পাশাপাশি তিনি দেশের বীর ও সাহসী সেনাদের কথা মনে করিয়ে বলেন তারা এই উৎসবের সময়ে নিজেদের পরিবারের থেকে দূরে থেকে সীমান্ত পাহারা দিয়ে চলেছেন যাতে দেশের মানুষ নিরাপদে থাকতে পারে। তাই এই উৎসবের সময় তাদের কথা ভুললে চলবে না। তাই দেশের এই সাহসী সন্তানদের সম্মান জানাতে আমাদের ঘরে প্রদীপ জ্বালাতে হবে।
এছাড়াও তিনি ‘লোকাল পার ভোকাল’ এই বিষয়েও কথা বলেন দেশবাসীকে অনুপ্রাণিত করেন দেশীয় জিনিসপত্র ব্যবহার ও প্রচারের জন্য।