আয়কর বাবদ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীরা কত টাকা আয়কর দিয়েছেন সেই বিষয়ে কোনও তথ্য নেই বর্তমান প্রধানমন্ত্রীর দফতরের কাছে।তথ্য জানার অধিকার আইনে নরেন্দ্র মােদির দফতরের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রীদের আয়কর জমা দেওয়ার বিষয়টি বিশদে জানতে চেয়েছিল সর্বভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ( পিটিআই )।
কিন্তু আরটিআই – এর জবাবে নরেন্দ্র মােদির দফতর থেকে জানান হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীদের আয়কর সম্পর্কিত কোনও তথ্য মজুত নেই তাদের কাছে।
Advertisement
প্রাক্তনদের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি কত আয়কর দেন সেই প্রশ্নও করা হয়েছিল পিটিআইয়ের করা জনস্বার্থ মামলায়।কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেই তথ্য প্রকাশ্যে আনা যাবে না বলে জানিয়েছে প্রাধনমন্ত্রীর দফতর।
Advertisement
Advertisement



