ষষ্ঠ ‘বিমসটেক’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২ দিনের সফরে বৃহস্পতিবার থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু তাঁদের দেখা হলেও একে অপরকে যেন চিনতে পারলেন না। দেশের নামের প্রথম অক্ষর মেনে ইউনূসের পাশের আসনটিই ছিল ভারতের প্রধানমন্ত্রীর জন্য। জানা গিয়েছে, সৌজন্য বিনিময় ছাড়া দুজনের মধ্যে কোনও রকম কথাবার্তাই হয়নি।
বুধবার ইউনূসের রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সংক্রান্ত শীর্ষ স্তরের প্রতিনিধি খলিলুর রহমান ঢাকায় দাবি করেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক হচ্ছে বলে তাঁদের কাছে খবর। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে মোদী-ইউনুস বৈঠক হচ্ছে। বৃহস্পতিবারও একাধিক সূত্রে জানা যায় বৈঠকের সম্ভাবনা প্রবল। তবে সরকারিভাবে ভারত সরকার বৃহস্পতিবার রাত ন’টা পর্যন্ত কিছু জানায়নি।
প্রধানমন্ত্রীর ব্যাঙ্কক সফরে বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বাংলাদেশ সরকারের তরফে ব্যাঙ্ককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদী-ইউনূস বৈঠকের প্রস্তাব দিয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু শেষ পাওয়া খবরে ভারত সরকারিভাবে কিছু জানায়নি।
থাইল্যানেড সফর শেষ করার পর প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা সফরে যাবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্বীপরাষ্ট্রে এটাই মোদীর প্রথম সফর।