‘ওঁর মৃত্যুতে গোটা ভারত শোকস্তব্ধ’, মনমোহনের মৃত্যুতে শোকপ্রকাশ মোদীর

মনমোহন সিং (File Photo: IANS)

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, বন্ধু এবং আত্মীয়দের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। ওঁর মৃত্যুতে গোটা ভারত শোকস্তব্ধ। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। আমি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকার পরিচালনার বিভিন্ন বিষয়ে কথা হত। ওঁর কথায় সব সময়ই পাণ্ডিত্য প্রকাশ পেত।

বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক হিসেবে পরিচিত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধ্যজনিত অসুস্থতায় বেশ কয়েক বছর ধরে ভুগছিলেন তিনি। একাধিকবার হাসপাতালেও ভর্তি হন। অসুস্থ বোধ করায় বৃহস্পতিবার তাঁকে ভর্তি করানো হয় দিল্লি এইমসে। রাত ৮টা নাগাদ হাসপাতালের জরুরি বি‌ভাগে ভর্তি হন তিনি। রাতেই প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ইউপিএ সরকারের মুখ ছিলেন তিনি। ২০১৪ সালে অবশ্য মনমোহনের নেতৃত্বাধীন ইউপিএ জোট এনডিএ-র কাছে পরাজিত হয়।


পিভি নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসাবেও দায়িত্ব সামলেছেন মনমোহন সিং। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের দায়িত্ব সামলেছেন মনমোহন সিং। ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন তিনি।

মনমোহন সিংয়ের হার্টের সমস্যা দীর্ঘদিনের। ২০০৩ সালে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয় তাঁকে। ২০০৯ সালে লোকসভা ভোটের আগে ফের অসুস্থ হন মনমোহন। সেই সময়ে এইমস হাসপাতালেই দীর্ঘ ১৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছিল তাঁর।