• facebook
  • twitter
Monday, 13 January, 2025

১৫ জানুয়ারি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দির উদ্বোধন করবেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ জানুয়ারি মহারাষ্ট্রে নির্মিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দিরের উদ্বোধন করবেন। নবি মুম্বইয়ের খারঘরে গত ১২ বছর ধরে নির্মিত ইসকন মন্দিরটি অবশেষে সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ জানুয়ারি মহারাষ্ট্রে নির্মিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দিরের উদ্বোধন করবেন। নবি মুম্বইয়ের খারঘরে গত ১২ বছর ধরে নির্মিত ইসকন মন্দিরটি অবশেষে সম্পন্ন হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত এই বিশাল মন্দিরটির নামকরণ করা হয়েছে শ্রী শ্রী রাধা মদন মোহন জি মন্দির। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দির, যা ৯ একর জুড়ে বিস্তৃত।

এই মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান ৯ জানুয়ারি থেকে শুরু হবে। ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী মোদীর উদ্বোধন পর্যন্ত অনুষ্ঠান চলবে। মন্দির উদ্বোধনের আগে, এক সপ্তাহ ধরে একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান এবং যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মন্দিরের ট্রাস্টি এবং প্রধান চিকিৎসক সুরদাস প্রভু বলেন, এই মন্দির উদ্বোধনের পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী সাংস্কৃতিক কেন্দ্র এবং বৈদিক জাদুঘরের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।