রাম মন্দির উদ্বোধনের আগে নজরুলগীতি শেয়ার করে বাংলা স্মরণ মোদির

New Delhi, Dec 27 (ANI): Prime Minister Narendra Modi virtually interacts with the beneficiaries of the Viksit Bharat Sankalp Yatra, in New Delhi on Wednesday. (ANI Photo)

দিল্লি, ২০ জানুয়ারি– ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়ে যাবে রাম মন্দিরের৷ সেই অনু্ষ্ঠান ঘিরে আনন্দে আত্মহারা উত্তরপ্রদেশ৷ তবে শুধু উত্তরপ্রদেশ নয় গোটা দেশই যেন প্রহর গুনছে বহু প্রতিক্ষিত রামমন্দিরের কপাট খোলার প্রতিক্ষায়৷ এই আবহে শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় রামের ভজন শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ চমক কিন্তু এখানেই৷
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘মন জপ নাম’ গানটি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী৷ গান গেয়েছেন এক বাঙালি গায়িকা৷ সোশ্যাল মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাঙালি গায়িকা পায়েল করের গাওয়া সেই গান শেয়ার করেছেন৷ সেই গান শেয়ার করে তিনি লিখেছেন, শ্রী রামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অপরিসীম শ্রদ্ধা রয়েছে৷
মোদির এই মুহুর্তে বাংলাকে স্বরণ করা কি কোনও বিশেষ বার্তা বহন করছে রাজনীতির দিক থেকে৷ প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই৷ তবে শুধু বাঙালি গায়িকার গাওয়া গান নয়, শনিবার প্রধানমন্ত্রী মরিশাসের কয়েকজন মানুষের গাওয়া রামের ভজন-কথাও শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়৷ সেটি শেয়ার করে তিনি লিখেছেন, বহু বছর ধরে মরিশাসের মানুষের মননে রয়েছেন শ্রীরাম৷ তাদের সংস্কৃতির সঙ্গে ভীষণ ভাবে জডি়য়ে আছেন তিনি৷
ইতিমধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনু্ষ্ঠানের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ সোশ্যাল মাধ্যমে সামনে এসেছে সেই ভিডিও৷ ভিডিওয় দেখা যাচ্ছে, শ্বেত পাথরের রাম লালার মন্দিরটিকে সুন্দর করে ফুলের তোড়া দিয়ে সাজিয়ে তোলা হয়েছে৷ সঙ্গে রয়েছে বাহারি আলোর কারুকাজ৷