• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আরএসএসের অনুষ্ঠানে মোদী

রবিবার নাগপুরের রেশমিবাগে আরএসএসের সদর দপ্তরের কাছে স্মৃতি মন্দির দর্শনে যান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারকে।

প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আরএসএসের সদর দপ্তরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নাগপুরের রেশমিবাগে আরএসএসের সদর দপ্তরের কাছে স্মৃতি মন্দির দর্শনে যান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারকে। এর আগে গত বছর অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে সঙ্ঘ-প্রধান ভাগবতের সঙ্গে দেখা হয়েছিল প্রধানমন্ত্রীর। ১২ বছর পর সঙ্ঘের সদর দপ্তরে এলেন মোদী। শেষবার পা রেখেছিলেন ২০১২ সালে।

সপ্তাহ দুই আগে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তাঁর সঙ্ঘে যোগদান এবং সেই পর্বের প্রাপ্তি নিয়ে অনেক কথা বলেছেন। তাঁর কথায়, ‘আরএসএসের সঙ্গে যুক্ত হতে পারাটা ছিল পরম প্রাপ্তি। ওই সংগঠনই আমাকে শিখিয়েছে মামুষের স্বার্থে কাজ করতে।’ আরএসএসকে বটবৃক্ষের সঙ্গে তুলনা করেছেন তিনি। মোদী বলেন, ‘সঙ্ঘ আমাকে ছায়া দিয়েছে। শিখিয়েছে জনসেবা করতে।’

আরএরএসের সদর দপ্তর ঘুরে দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী যাবেন নাগপুরের প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডে। সেখানে কিছু উদ্বোধন পর্ব রয়েছে তাঁর।

News Hub