• facebook
  • twitter
Wednesday, 8 January, 2025

মাইক্রোসফট সিইও সত্য নাদেলার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের ছবি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন খোদ প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, উদ্ভাবন, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন দিক নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আর সত্য নাদেলা বলেন, আমি এআই-তে ভারতকে শীর্ষস্থানীয় করার জন্য কাজ করতে আগ্রহী।

সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ভারতে মাইক্রোসফটের কর্মকাণ্ড সম্প্রসারণ এবং বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে জেনে আনন্দিত। বৈঠকে উদ্ভাবন, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

এই বৈঠকের পরে নাদেলা বলেন, যোগ্য নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ। আমি ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর বিষয়টিতে জোর দেব। দেশে আমাদের সম্প্রসারণ চালিয়ে যাওয়ার জন্য একসঙ্গে কাজ করতে পেরে উত্তেজিত। একসঙ্গে আমরা নিশ্চিত করব, প্রত্যেক ভারতীয় এআই প্ল্যাটফর্ম থেকে উপকৃত হবে।

নাদেলা শেষবার ভারত সফর করেছিলেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। এর আগেও তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় নাদেলা ডিজিটাল ইন্ডিয়া অভিযানের অনেক প্রশংসা করেছিলেন। এর পাশাপাশি, তিনি ভারতে ‘কোড উইদাউট ব্যারিয়ারস’ প্রোগ্রাম সম্প্রসারণের ঘোষণাও করেছিলেন। এর আওতায় ২০২৪ সালে ৭৫ হাজার নারী ডেভেলপারের দক্ষতা উন্নয়নের কথা ছিল।

৩০ ডিসেম্বর সত্য নাদেলা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে দেখা করেন। রেড্ডি একটি শক্তিশালী আইটি মেকানিজম তৈরি করতে নাদেলার কাছে সমর্থন চেয়েছেন। হায়দরাবাদকে প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ শহর করার পরিকল্পনা রয়েছে রেভান্থের।